প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৮, ২০২৫, ৩:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৯, ২০২৫, ৩:৩৫ এ.এম
অবশেষে (মা ” হলো) ধর্ষণ কান্ডে অন্তঃসত্ত্বা সেই কিশোরী

প্রয় ৩ মাস আগের আলোচিত ধর্ষণ কান্ডের ঘটনায় অন্তসত্বা সেই কিশোরী অবশেষে মা" হয়েছে। বোববার ৭ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২ টার দিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ওই কিশোরী এক কন্যা সন্তানের জন্ম দিয়েছে। জানা গেছে, আলোচিত কিশোরী, বাঘারপাড়া উপজেলার বাগডাঙ্গা গ্রামের গৌতম সরকারের কন্যা সুস্মিতা সরকার , এবং স্থানীয় স্কুলের ৯ ম শ্রেণির ছাত্রী ছিল। সূত্রে জানা গেছে, প্রায় ৩ মাস আগে ওই শিক্ষার্থী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি পরিবারের নজরে আসে। ঘটনা জানাজানি হলে ভুক্তভোগী পরিবার প্রতিবেশী কয়েকজন যুবককে দোষারোপ করে। যা নিয়ে তাদের প্রতিবেশীদের সাথে গোলযোগ হয়। পরে এই ঘটনায় বেশ কয়েকজনের নামে একটি মামলা দায়ের করে ভুক্তভোগী পরিবার। যেখানে , শুভঙ্কর - পিতা মহাদেব , সুজাল সরকার, পিতা স্বদেব এবং সুজয় পিতা বনো সরকার সহ ৬/৭ জনের নাম উল্লেখ রয়েছে। এ ঘটনায় ভিকটিম একাধিক ব্যাক্তির নাম বলায় এতদিন নির্দিষ্ট করে কাউকে দোষারোপ করা যায়নি। ফলে অপেক্ষা করতে হয়েছে সন্তান প্রস্রাব পর্যন্ত। এঘটনায়, উল্লেখিত অভিযুক্ত তিন জন আটক রয়েছে।
সন্তান প্রসবের পর কিশোরী এবং নবজাতক শিশুটি বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনা এলাকায় চঞ্চল্য সৃষ্টি হয়েছে ।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com