প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৪, ২০২৫, ৫:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২, ২০২৫, ১১:৩৫ এ.এম
কুড়িগ্রাম পুলিশ সুপারের সহযোগিতা কামনা করেছেন অসহায় ইমান আলী

একটি ঘর তুললেই দখল করা যায় জমি, জমি সংক্রন্ত বিবাদ থানা পুলিশের হাতে নেই, কেউ বাঁধা দিতে আসলেই এমন মার মারতে হবে যেন ৩২৬ ধারার অপরাধ না হয় এমন হুমকি দিয়ে প্রতিপক্ষ মুহুর্তেই দখল করে নিয়েছে পৈত্রিক সূত্রে প্রাপ্ত অসহায় কৃষক ইমান আলীর বসত ভিটা। ইমান আলী(৪৫) থানায় অভিযোগ করেও কোন কুল কিনারা পাচ্ছেন না। শেষ পর্যন্ত বিচারের আশায় দ্বারে- দ্বারে ঘুরছেন।
আজ ২ অক্টোবর বৃহস্পতিবার মৃত: মোবারক আলী মন্ডলের পুত্র অসহায় কৃষক ইমান আলীর থানায় দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, কুড়িগ্রাম নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানাধীন ছনবান্দা খলিশাকুড়ি তার নিজ গ্রামের প্রতিপক্ষ মৃত সুলতান মন্ডলে পুত্র রাইবা মন্ডল(৪৫), ময়েন উদ্দিন(৪০), ময়েজ উদ্দিন(৩৫) এবং মৃত: জয়নুদ্দিনের স্ত্রী লাভলী(৩৫) ও ময়েন উদ্দিনের স্ত্রী ফেরেজা বেগম(২৯) দলবদ্ধ হয়ে গত ২৮ সেপ্টেম্বর সকাল ৯ টার দিকে হাতে লাঠিসোটা, দা, কুড়াল নিয়ে উল্লিখিত হুমকি দিয়ে ইমান আলীর পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমি তার পিতা জাল ও ভুয়া দলিল করে লিখে নিয়েছে প্রতিপক্ষ এমন দাবী করে ইমান আলীর নির্মিত বসত বাড়ি দখল করে নিয়েছে। যার তফসিল জেলা: কুড়িগ্রাম, থানা: কচাকাটা, মৌজা: খালিশাকুড়ি, জেএল নং- ৬৫, খং নং-৪৯, দাগনং-১০৪৪, জমি-৮০ শতক।
আসহায় ইমান আলী জানান, ঘটনার সাথে সাথেই বিষয়টি আমি সংশ্লিষ্ট কচাকাটা থানায় জানাই, থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘর তুলতে নিষেধ করে চলে যায়। গত পরশু ৩০ সেপ্টেম্বর প্রতিপক্ষ আবারও দলবদ্ধ হয়ে আমার বসত বাড়ির গাছপালা কেটে ঘর তুলতে থাকে। সাথে সাথে আবারও থানায় জানাই পরে থানার পুলিশ উপস্থিত না হওয়ার সুবাদে প্রতিপক্ষ একটি টিনের ঘর তুলে আমার বসতবাড়ি দখল করে নেয়। প্রতিপক্ষ এখন জীবন নাশের হুমকি দিচ্ছে। অসহায় ইমান আলী ন্যায় বিচার পাওয়ার আশায় দ্বারে দ্বারে ঘুরছেন। কোন উপায়অন্ত না পেয়ে কুড়িগ্রাম জেলা পুলিশ সুপারের সহযোগিতা কামনা করেছেন।
এ ব্যাপারে কচাকাটা থানার অফিসার ইনচার্জ ( ওসি)'র সাথে কথা হলে তিনি অভিযোগ পাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, অভিযোগের পেয়েছি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com