সন্ত্রাসী রাব্বিকে আটক ও পিস্তল উদ্ধারের দাবিতে দাউদকান্দি সিংগুলা আঞ্চলিক সড়ক অবরোধ বিক্ষোভ ও মানববন্ধন করেন এলাকাবাসী ও মহাসড়ক অবরোধের হুমকি। দাউদকান্দি উপজেলার সিংগুলা গ্রামের মৃত মতি মিয়ার পুত্র যুবলীগ ক্যাডার রাব্বিকে আটক ও পিস্তল উদ্ধারের দাবিতে ১৬ আগষ্ট শনিবার বিকেল সাড়ে পাঁচটায় সিংগুলা ফকির স্টেশনে বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ ও মানববন্ধন করেছে গ্রামবাসী। দুপুরে একই গ্রামের নুরুল ইসলামের পুত্র হাসানকে মাথায় পিস্তল ঠেকিয়ে প্রাননাশের হুমকি ও চড়থাপ্পড় মারার অভিযোগে গ্রামবাসী প্রতিকার চেয়ে কর্মসূচি পালন করে। বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য রাখেন হাসান, আলী আক্কাস,মোস্তফা, আজীম, ওয়াছেক, নিজাম,আলাউদ্দিন, হান্নান ও মহিউদ্দিন। বক্তারা বলেন ২৪ ঘন্টার মধ্যে রাব্বিকে আটক ও পিস্তল উদ্ধার না করলে তাঁরা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করতে বাধ্য হবেন।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com