
সোমবার (১০ নভেম্বর) সকাল ৯টার দিকে ঢাকা থেকে চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনাটি ঘটে উপজেলার শশীদল ইউনিয়নের বাল্লক এলাকায় একটি অরক্ষিত রেলক্রসিংয়ে।
নিহত লিটন মিয়া শশীদল ইউনিয়নের রামচন্দ্রপুর (দুর্গাপুর) গ্রামের আবদুল হাইয়ের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি বাল্লক এলাকায় পৌঁছালে দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে রেলক্রসিং পার হওয়ার চেষ্টা করছিলেন লিটন মিয়া। এ সময় ট্রেনের ধাক্কায় তিনি ছিন্নবিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যান।
এলাকাবাসী জানান, রেলক্রসিংটি অরক্ষিত থাকায় প্রায়ই এমন দুর্ঘটনার আশঙ্কা থাকে। দুর্ঘটনার পর স্থানীয়রা লিটনের মরদেহ উদ্ধার করে তার বাড়িতে নিয়ে যান।
কুমিল্লা রেলওয়ে ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মহিউদ্দিন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। এর আগেই নিহতের স্বজনরা লাশ বাড়িতে নিয়ে যায়। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
স্থানীয়রা অরক্ষিত রেলক্রসিংয়ে গেটম্যান নিয়োগ ও সিগন্যাল স্থাপনের দাবি জানিয়েছেন, যেন ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।
মোঃনূরুল ইসলাম শাহীন 

























