০৫:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামে পাওনা টাকা চাওয়ায় মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

  • Jahedul Islam
  • পোস্ট হয়েছেঃ ০৯:২৮:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
  • 68

চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার এলাকায় পাওনা টাকা চাইতে গিয়ে ছুরিকাঘাতে খুন হয়েছেন আকাশ ঘোষ (২৬) নামে এক যুবক। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

পরিবারের সদস্যদের অভিযোগ, মোবাইল ফোনের ডিসপ্লে পরিবর্তন করার পর সানি নামে এক যুবক আকাশকে টাকা পরিশোধ করেনি। পাওনা টাকা চাইতে গেলে সানি ও তার সঙ্গে থাকা আরও কয়েকজন যুবক মিলে আকাশের ওপর হামলে পড়ে এবং তাকে ছুরিকাঘাত করে গুরুতর জখম করে।

রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা আকাশকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আকাশ নগরীর গোয়ালপাড়া পুকুরপাড় এলাকার বাসিন্দা। আর অভিযুক্ত সানিও এনায়েত বাজার এলাকার স্থানীয় বাসিন্দা বলে জানা গেছে।

আকাশের মরদেহ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহতের পরিবার জানিয়েছে, তারা এ ঘটনার বিচারের দাবিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল করিম জানান, ঘটনার পর অভিযুক্তদের ধরতে অভিযান চলছে। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

মাদক নিয়ন্ত্রণে পুরোপুরি ব্যর্থ বনানী থানা পুলিশ

চট্টগ্রামে পাওনা টাকা চাওয়ায় মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

পোস্ট হয়েছেঃ ০৯:২৮:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার এলাকায় পাওনা টাকা চাইতে গিয়ে ছুরিকাঘাতে খুন হয়েছেন আকাশ ঘোষ (২৬) নামে এক যুবক। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

পরিবারের সদস্যদের অভিযোগ, মোবাইল ফোনের ডিসপ্লে পরিবর্তন করার পর সানি নামে এক যুবক আকাশকে টাকা পরিশোধ করেনি। পাওনা টাকা চাইতে গেলে সানি ও তার সঙ্গে থাকা আরও কয়েকজন যুবক মিলে আকাশের ওপর হামলে পড়ে এবং তাকে ছুরিকাঘাত করে গুরুতর জখম করে।

রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা আকাশকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আকাশ নগরীর গোয়ালপাড়া পুকুরপাড় এলাকার বাসিন্দা। আর অভিযুক্ত সানিও এনায়েত বাজার এলাকার স্থানীয় বাসিন্দা বলে জানা গেছে।

আকাশের মরদেহ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহতের পরিবার জানিয়েছে, তারা এ ঘটনার বিচারের দাবিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল করিম জানান, ঘটনার পর অভিযুক্তদের ধরতে অভিযান চলছে। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।