০৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামে ২ মাসে ৪ ডিসি,এবার আসছেন জাহেদুল মিঞা

  • Rana Ahmed
  • পোস্ট হয়েছেঃ ০৯:৪৩:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
  • 50

চট্টগ্রামের ডিসি হিসেবে সাইফুল ইসলামের যোগদানের মাত্র ২৪ দিনের মাথায় আবারও পরিবর্তন এসেছে চট্টগ্রামের জেলা প্রশাসক পদে। এবার এ পদে আসছেন মোহাম্মদ জাহেদুল ইসলাম মিঞা। তিনি বর্তমানে নারায়ণগঞ্জ জেলায় ডিসি হিসিবে কর্মরত আছেন। ২০ সেপ্টেম্বর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত সময়ে চট্টগ্রামের ডিসির চেয়ারে সরকারের চার উপসচিব পদায়ন হলেন।
গতকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। ২৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মোহাম্মদ জাহেদুল ইসলাম মিঞা ২০২৪ সালের ১৪ জানুয়ারি নারায়ণগঞ্জের ডিসি হিসেবে যোগদান করেন। এর আগে গত ১৬ অক্টোবর ফেনীর জেলা প্রশাসক সাইফুল ইসলামকে চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়। এরই প্রেক্ষিতে গত ১৯ অক্টোবর তিনি চট্টগ্রামে যোগদান করেছিলেন।
প্রজ্ঞাপন অনুযায়ী তিনি নৌপরিবহন মন্ত্রণালয়ে উপ-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
গত ২১ সেপ্টেম্বর চট্টগ্রামের তৎকালীন ডিসি ফরিদা খানমকে বদলির আদেশ জারি করা হয়। এরপর নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পান নওগাঁর ডিসি মোহাম্মদ আব্দুল আউয়াল। কিন্তু নানান কারণে তিনি চট্টগ্রাম জেলা প্রশাসনে যোগদান করতে পারেননি।
তার পরিবর্তে ১৬ অক্টোবর সাইফুল ইসলামকে চট্টগ্রামে বদলি করা হয়। তিনি যোগ দেন ১৯ অক্টোবর।
নতুন পদায়নে যারা দায়িত্ব পেয়েছেন—লক্ষ্মীপুরে এস এম মেহেদী হাসান (পরিচালক, বিপিএটিসি), মুন্সীগঞ্জে সৈয়দা নূর মহল আশরাফী (উপসচিব, পরিকল্পনা বিভাগ), নেত্রকোনায় মো. সাইফুর রহমান (উপসচিব, নৌপরিবহন মন্ত্রণালয়), চাঁপাইনবাবগঞ্জে মো. শাহাদাত হোসেন মাসুদ (উপসচিব, অর্থ বিভাগ), নওগাঁয় মোহাম্মদ সাইফুল ইসলাম (পরিচালক, প্রধান উপদেষ্টার কার্যালয়), খাগড়াছড়িতে মো. আনোয়ার সাদাত (উপসচিব, নৌপরিবহণ মন্ত্রণালয়), কুমিল্লায় মু. রেজা হাসান (প্রধান নির্বাহী কর্মকর্তা, রাজশাহী জেলা পরিষদ), নারায়ণগঞ্জে রায়হান কবির (উপসচিব, জনবিভাগ)।

ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

মাদক নিয়ন্ত্রণে পুরোপুরি ব্যর্থ বনানী থানা পুলিশ

চট্টগ্রামে ২ মাসে ৪ ডিসি,এবার আসছেন জাহেদুল মিঞা

পোস্ট হয়েছেঃ ০৯:৪৩:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

চট্টগ্রামের ডিসি হিসেবে সাইফুল ইসলামের যোগদানের মাত্র ২৪ দিনের মাথায় আবারও পরিবর্তন এসেছে চট্টগ্রামের জেলা প্রশাসক পদে। এবার এ পদে আসছেন মোহাম্মদ জাহেদুল ইসলাম মিঞা। তিনি বর্তমানে নারায়ণগঞ্জ জেলায় ডিসি হিসিবে কর্মরত আছেন। ২০ সেপ্টেম্বর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত সময়ে চট্টগ্রামের ডিসির চেয়ারে সরকারের চার উপসচিব পদায়ন হলেন।
গতকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। ২৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মোহাম্মদ জাহেদুল ইসলাম মিঞা ২০২৪ সালের ১৪ জানুয়ারি নারায়ণগঞ্জের ডিসি হিসেবে যোগদান করেন। এর আগে গত ১৬ অক্টোবর ফেনীর জেলা প্রশাসক সাইফুল ইসলামকে চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়। এরই প্রেক্ষিতে গত ১৯ অক্টোবর তিনি চট্টগ্রামে যোগদান করেছিলেন।
প্রজ্ঞাপন অনুযায়ী তিনি নৌপরিবহন মন্ত্রণালয়ে উপ-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
গত ২১ সেপ্টেম্বর চট্টগ্রামের তৎকালীন ডিসি ফরিদা খানমকে বদলির আদেশ জারি করা হয়। এরপর নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পান নওগাঁর ডিসি মোহাম্মদ আব্দুল আউয়াল। কিন্তু নানান কারণে তিনি চট্টগ্রাম জেলা প্রশাসনে যোগদান করতে পারেননি।
তার পরিবর্তে ১৬ অক্টোবর সাইফুল ইসলামকে চট্টগ্রামে বদলি করা হয়। তিনি যোগ দেন ১৯ অক্টোবর।
নতুন পদায়নে যারা দায়িত্ব পেয়েছেন—লক্ষ্মীপুরে এস এম মেহেদী হাসান (পরিচালক, বিপিএটিসি), মুন্সীগঞ্জে সৈয়দা নূর মহল আশরাফী (উপসচিব, পরিকল্পনা বিভাগ), নেত্রকোনায় মো. সাইফুর রহমান (উপসচিব, নৌপরিবহন মন্ত্রণালয়), চাঁপাইনবাবগঞ্জে মো. শাহাদাত হোসেন মাসুদ (উপসচিব, অর্থ বিভাগ), নওগাঁয় মোহাম্মদ সাইফুল ইসলাম (পরিচালক, প্রধান উপদেষ্টার কার্যালয়), খাগড়াছড়িতে মো. আনোয়ার সাদাত (উপসচিব, নৌপরিবহণ মন্ত্রণালয়), কুমিল্লায় মু. রেজা হাসান (প্রধান নির্বাহী কর্মকর্তা, রাজশাহী জেলা পরিষদ), নারায়ণগঞ্জে রায়হান কবির (উপসচিব, জনবিভাগ)।