প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১২, ২০২৫, ১২:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১১, ২০২৫, ৯:৫৬ এ.এম
জনপ্রিয়তা শীর্ষে ডাঃ মোঃ ইউনুছ আলী ২৫, কুড়িগ্রাম -১

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী, ভুরুঙ্গামারী উপজেলা ও নদী ব্যষ্টিত কচাকাটা থানা নিয়ে গঠিত কুড়িগ্রাম - ১ আসন। এটি জাতীয় সংসদের ২৫ নম্বর আসন।
স্বাধীনতা পরবর্তি নির্বাচন গুলোতে শক্ত প্রতিদন্ধিতা করলেও কেউ নির্বাচিত হতে পারেননি। ১৯৯৬সালে জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়েও বিএনপির নির্বাচিত প্রার্থী মেয়াদ পূর্ণ করতে পারেননি।
পরবর্তি নির্বাচনে বিএনপি প্রার্থী জিতে গেলেও, বিগত ফ্যাসিস্ট সরকারের প্রশাসন বিজয় কে ছিনিয়ে নিয়েছে বারবার। এবার আসনটি পুনরুদ্ধারে তৎপরতা শুরু করেছেন বারবার ষড়যন্ত্রকারীদের কবলে পরা, সদস্য, কুড়িগ্রাম জেলা বিএনপি,
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক বগুড়া জেলা বিএনপি, সাবেক সাধারণ সম্পাদক বগুড়া জেলা ড্যাব, সাবেক মেম্বার সেক্রেটারি
বগুড়া জেলা ড্যাব, সাবেক কেন্দ্রীয় সহসাংগঠনিক কেন্দ্রীয় ড্যাব, আজীবন সদস্য জিয়াউর রহমান ফাউন্ডেশন ও কেন্দ্রীয় ড্যাব, সাবেক সহ-সভাপতি
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ,বগুড়া। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৫, কুড়িগ্রাম - ১ আসনের বিএনপির সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী ডাঃ মোঃ ইউনুছ আলী।
আসনটিতে মনোনয়ন নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব থাকলেও নেতাকর্মীদের মাঝে ইতিমধ্যেই প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে। নেতাকর্মী সমর্থক ও সাধারণ মানুষের একটাই কথা, বিগত ১৭ বছরে তিনি ছিলেন আন্দোলন সংগ্রামে তথা রাজপথে নিবেদিত প্রাণ এবং শহীদ জিয়ার আদর্শের সৈনিককে মনোনয়ন দিলে, বিপুল ভোটের মাধ্যমে বিএনপি জয়লাভ করবে বলে তারা মনে করেন। সেক্ষেত্রে তাদের কাছে এক নম্বরে জায়গা করে আছেন বিগত ফ্যাসিস্ট সরকারের মূর্তিমান আতঙ্ক, রাজপথের লড়াকু সৈনিক, বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ডাঃ মোঃ ইউনুছ আলী।
সাম্প্রতিক সময়ে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ডাঃ মোঃ ইউনুছ আলীর জনপ্রিয়তায় সাড়া দিয়ে , বিভিন্ন ওয়ার্ড গুলোর সভা-সমাবেশে নেতাকর্মী ও সাধারণ জনগণের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। প্রতিটা সভা- সমাবেশ হয়ে যায় লোকে-লোকারণ্য। অনেকের সঙ্গে কথা বলে জানা গেছে, ডাঃ মোঃ ইউনুছ আলী মনোনয়ন পেলে, বিপুল ভোটের মাধ্যমে জয় লাভ করবে। তবে তারা আরো বলেন, আমরা বিভেদ চাই না ঐক্যবদ্ধ থাকতে চাই। আমাদের কথা ধানের শীষ যার, আমরা তার।
এদিকে বিএনপির সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী আরো কয়েকজন ছুটে চলেছেন ভোটারদের বাড়ি বাড়ি। তারা হলেন, নাগেশ্বরী উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক গোলাম রসুল রাজা, সাবেক কুড়িগ্রাম জেলার সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুর রহমান রানা ও ডা. মারুফ। তারা সবাই মনোনয়নের ব্যাপারে পূর্ণ আশাবাদী।
প্রকাশ থাকে যে, ১৯৯৬ সালের নির্বাচনে বিএনপির মনোনিত প্রার্থী জয়ী হয়েও, সংসদ সদস্য হিসেবে পূর্ণ মেয়াদ পূরণ করতে পারেনি। তাই এ আসনে এবার ডাঃ মোঃ ইউনুছ আলী মনোনয়নের ব্যাপারে পূর্ণ আশাবাদী। তিনি নাগেশ্বরী ভুরুঙ্গামারী তথা কচাকাটা নায়ারণপুর চরাঞ্চলের মানুষের পাশে নিবেদিত প্রাণ হিসেবে কাজ করে যাচ্ছেন ডাক্তার মোঃ ইউনুছ আলী
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com