প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১২, ২০২৫, ৯:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৪, ২০২৫, ১১:২৪ এ.এম
নরসিংদীর পলাশে দুর্গাপূজা উপলক্ষে মন্দিরে মন্দিরে চাল বিতরন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নরসিংদীর পলাশে মন্দিরে মন্দিরে চাল বিতরণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধিদপ্তর হতে বরাদ্দকৃত চাল পলাশ উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার বিতরন করা হয়। পলাশ উপজেলা হল রুমে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর হতে বরাদ্দকৃত ২০টন ৫০০ কেজি চাল পলাশ উপজেলার বিভিন্ন পূজা মন্ডবে দুর্গা পূজার জন্য বিতরন করা হয় । প্রতি মন্দিরর জন্য ৫০০ কেজি করে চাল মন্দির কমিটির সভাপতি হাতে তোলে দেওয়া হয়।
চাল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পলাশ উপজেলা নির্বাহী অফিসার জনাব মো: আবুবক্কর সিদ্দিকী, উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি রাকীন মাশরিখ খান, পলাশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাউসার সরকার, জামাতের পলাশ উপজেলা আমির মাওলানা আবুল কাশেম সিকদার , এনসিপি প্রধান সমন্বয়কারী সাইদুল ইসলাম। বিএনপি প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন আজিজুল ইসলাম প্রমুখ। এ ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন পূজা মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ। এ বছর পলাশ উপজেলা ৪১ টি মন্দিরে শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হবে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com