প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৯, ২০২৬, ১২:০১ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৩, ২০২৬, ৯:১৮ এ.এম
নোয়াখালী জেলা তারেক জিয়া সাইবার ফোর্সের ১৪৮ সদস্যের কমিটি গঠন; সভাপতি জসিম ও সাধারণ সম্পাদক রুবেল

তারেক জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি ও সাইবার যুদ্ধে সক্রিয়তা বাড়াতে নোয়াখালী জেলা শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ১৪৮ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
গত ১২ জানুয়ারি ২০২৬ (সোমবার) কেন্দ্রীয় কমিটির সভাপতি ফাতেমা খানম এবং সাধারণ সম্পাদক এস. এম. সাগর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জসিম উদ্দিন নূর এবং সিনিয়র সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন নাছির হোসেন। কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহবুবুর রহমান রুবেল।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন— সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন নিলয়, সাংগঠনিক সম্পাদক শিব্বির মাহমুদ শিবলু এবং সহ-সাংগঠনিক সম্পাদক মো: খলিলুর রহমান। জেলার প্রতিটি উপজেলা ও পৌরসভার ত্যাগী ও পরিশ্রমী নেতাকর্মীদের সমন্বয়ে এই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে জানান, উক্ত কমিটি আগামী দিনে দলের চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্ব, আদর্শ ও দিকনির্দেশনা বাস্তবায়নে ডিজিটাল ও সাইবার অঙ্গনে সক্রিয় ভূমিকা পালন করবে। একইসাথে বিএনপির বিরুদ্ধে চলমান সকল অপপ্রচার, মিথ্যাচার ও ষড়যন্ত্রের জবাব যুক্তি, তথ্য এবং সাংগঠনিক শৃঙ্খলার মাধ্যমে রাজপথ ও সাইবার স্পেসে প্রতিহত করতে তারা বদ্ধপরিকর।
কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক আশা প্রকাশ করেন, এই নতুন কমিটির হাত ধরে নোয়াখালী জেলায় তারেক জিয়া সাইবার ফোর্সের ভিত্তি আরও মজবুত হবে এবং তারা জাতীয়তাবাদী শক্তির ভ্যানগার্ড হিসেবে কাজ করবে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com