রাজধানীর পুরান ঢাকার ভাটিখানা এলাকা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৮ জানুয়ারি) রাতে ওই এলাকার একটি মেস থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।
নিহত শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে জানা গেছে। তার নাম আকাশ সরকার। তিনি বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি ফরিদপুর জেলায়।
একই বাসায় থাকা ইশতিয়াক বলেন, আমার পরীক্ষা, এ জন্য পড়ছিলাম। পরে ভাইয়ের বান্ধবী আমাকে ফোন দিলে আমি রুমের দরজা ধাক্কা দিতে থাকি। এক পর্যায়ে দরজা খুলে যায়। এ সময় ভাইয়ের ঝুলন্ত মরদেহ দেখে পুলিশকে ফোন করি।
গেন্ডারিয়া থানার তদন্ত কর্মকর্তা নাজমুল হাসান বলেন, আমরা রাত সাড়ে ৯টার দিকে জানতে পেরে ঘটনাস্থলে আসি। ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। এরপর ময়না তদন্তের জন্য মিডফোর্ট হাসপাতালে পাঠানো হয়েছে মরদেহটি।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com