প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২০, ২০২৫, ১:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৬, ২০২৫, ৯:৩১ এ.এম
প্রেসক্লাব শালিখার উপদেষ্টা শেখ দিনু আহমেদ এখন দৈনিক যশোর বার্তার নির্বাহী সম্পাদক।

প্রেসক্লাব শালিখা,মাগুরার উপদেষ্টা, প্রেসক্লাব যশোরের সহ-সভাপতি ও যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহমেদ যশোর থেকে প্রকাশিত দৈনিক যশোর বার্তার নির্বাহী সম্পাদক হিসেবে যোগদান করেছেন।
তার এ যোগদানে প্রেসক্লাব শালিখা,সাংবাদিক ইউনিয়ন মাগুরা জেলা শাখা ও বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফোরাম মাগুরা জেলা শাখার পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন। তিনি এ দায়ীত্ব নিষ্ঠার সাথে পালন করবেন এ প্রত্যাশা।
পক্ষে
-- মোঃ নওয়াব আলী
সাধারণ সম্পাদক
প্রেসক্লাব শালিখা,মাগুরা।
ও
সাধারণ সম্পাদক
বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ
ফোরাম, মাগুরা জেলা শাখা।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com