প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৮, ২০২৫, ৫:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৭, ২০২৫, ১২:২৯ পি.এম
বাগেরহাটে নানা আয়োজনে বিশ্ব পর্যটন দিবস পালিত

“টেকসই উন্নয়নে পর্যটন” প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে নানা আয়োজনে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান, সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মো. রিয়াদুজ জামান, বাগেরহাট পর্যটন মোটেলের ব্যবস্থাপক এমডি আবুল কালাম মোল্লা প্রমুখ।
বক্তারা বলেন, বাগেরহাটের সুন্দরবন, ষাটগম্বুজ মসজিদসহ অসংখ্য দর্শনীয় স্থানকে বিশ্ব মঞ্চে তুলে ধরতে হবে। সুন্দরবনকে রক্ষায় হরিণ শিকার ও বিষ দিয়ে মাছ ধরার মতো অবৈধ কর্মকাণ্ড এখনই বন্ধ করতে হবে। পাশাপাশি পর্যটন শিল্পের বিকাশে সরকারি-বেসরকারি সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।
এদিকে দুপুরে বাগেরহাট পর্যটন ফোরামের উদ্যোগে বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ কমপ্লেক্সে একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com