
"ধর্ম বর্ণ ভিন্ন মত, সবার জন্য খেলাফত" এই শ্লোগান কে বুকে ধারণ করে বাংলাদেশ খেলাফত মজলিস এর কার্যক্রম সারা বাংলাদেশে চলমান রাখতে বিভিন্ন উপজেলার কমিটি গঠন ও শপথ গ্রহণ করেছে। সেই ধারাবাহিকতায় এবার পুনঃ কমিটি গঠন ও শপথ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস এর বাঞ্ছারামপুর উপজেলা শাখার দায়িত্বশীলগণ।
উক্ত কমিটি গঠন ও শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ব্রাহ্মণবাড়িয়া জেলার নির্বাহী সভাপতি - মাওলানা মাইনুল ইসলাম সাহেব । উক্ত কমিটির সভায় দায়িত্বশীলদের শপথ পাঠ করান, মাওলানা মাইনুল ইসলাম সাহেব, নির্বাহী সভাপতি ব্রাহ্মণবাড়িয়া জেলা।
বাংলাদেশ খেলাফত মজলিস বাঞ্ছারামপুর উপজেলা শাখার যারা কমিটির অন্তর্ভুক্ত হয়েছে তাদের লিস্ট নিম্নে দেওয়া হলো-
সভাপতি - মুফতি আতাউর রহমান ফরদাবাদী , নির্বাহী সভাপতি, মুফতি আতিকুর রহমান সোনারামপুর , সিনিয়র সহ-সভাপতি , মাও: নাসির উদ্দিন সরকার উজানচর, সহ- সভাপতি - মাও: সারোয়ার হোসেন আলমগীর মানিক পুর , হাফেজ এমদাদুল্লাহ উজানচর, মাওলানা মনির হোসেন ছলিমাবাদ, মাওলানা আবু বকর সিদ্দিক সোহেল মানিকপুর, মোঃ শফিকুল ইসলাম কনা তেজখালি, মোঃ নূর মোহাম্মদ, মাওলানা আতাউল্লাহ আইয়ুবপুর, মাওলানা আবু হানিফ আইয়ুবপুর, মাওলানা মুজিবুর রহমান, মাওলানা জাকির হোসেন আইয়ুবপুর, মাওলানা মাহবুবুর রহমান মানিকপুর।
সম্পাদকমণ্ডলী : সাধারণ সম্পাদক , মাও: মো: বাছির উদ্দিন পৌরসভা|
সহ-সাধারণ সম্পাদক - মাও: মাহফুজুর রহমান রূপুসদী, ইঞ্জিনিয়ার মনিরুল হক ফরদাবাদ, মাওলানা মনির হোসেন আয়ূবপুর, মাওলানা খাইরুল ইসলাম সোনারামপুর।
সাংগঠনিক সম্পাদক : মাও: মফিজুল ইসলাম । সহ-সাংগঠনিক সম্পাদক: মাওলানা এরশাদ হোসেন ছলিমাবাদ , মাও: জাকারিয়া সোনারামপুর।
বাইতুল মাল সম্পাদক - মাওলানা আব্দুর রহমান জামি আইয়ূব পুর। সহ- বাইতুল মাল সম্পাদক- মাওলানা মিজানুর রহমান আইয়ূব পুর।
প্রশিক্ষণ সম্পাদক- মাওলানা শহিদুল্লাহ দরিয়া দৌলত । সহ- প্রশিক্ষণ সম্পাদক - মাওলানা হেদায়েতুল্লাহ পৌরসভা।
সমাজকল্যাণ সম্পাদক - মাও: আল আমিন সোনারামপুর | সহ - সমাজকল্যাণ সম্পাদক - মাওলানা আব্দুল মুমিন ফরদাবাদ।
প্রচার সম্পাদক - মুফতি মাহমুদুল হাসান ফরদাবাদ। সহ-প্রচার সম্পাদক -আব্দুসসবুর জিহাদি ফরদাবাদ। মাও: ওমর ফারুক আইয়ূব পুর। মুফতি আবুল কালাম বিন আব্দুল মালেক আইয়ূব পুর।
দপ্তর সম্পাদক - হাফেজ মাওলানা মোবারক হোসেন পৌরসভা। সহ-দপ্তর সম্পাদক - মাওলানা আতাউর রহমান আইয়ূব পুর। হাফেজ জামাল উদ্দিন আইয়ূব পুর।
এছাড়াও আরো অন্যান্য সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি কুরআন কারীমের মাধ্যমে শুরু হয় এবং দোয়ার মাধ্যমে শেষ হয়। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিস - বাঞ্ছারামপুর শাখার সভাপতি : জনাব মাওলানা আতাউর রহমান ফরদাবাদী সাহেব। তিনি এ সময় বক্তব্য বলেন: আমাদের কাজ হল , জনগণের নিকটে ইসলামী খেলাফতের দাওয়াত পৌঁছে দেওয়া। এর ফল ভোগ হইতো আমরা নাও করতে পারি ; কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এর ফল ভোগ করবে ইনশাল্লাহ।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com