প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৪, ২০২৫, ৫:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২, ২০২৫, ১২:১৪ পি.এম
বিজয়া দশমীর শেষ দুর্গা বিসর্জন এর মাধ্যমে শেষ হলো হিন্দু ধর্মাবলিদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা

ঠাকুরগাঁয়ে বালিয়াডাঙ্গী উপজেলার ১ নং পাড়িয়া ইউনিয়নের পাড়িয়া দুর্গা মন্ডপে দুর্গা বিসর্জনের মাধ্যমে শেষ হলো হিন্দু ধর্মাবলিদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা।
বৃহস্পতিবার দুপুর দর্পণ বিসর্জন ও সিঁদুর খেলার পর প্রতিমা গুলোকে গাড়ি করে নিয়ে আসা হয় বিজয়া শোভাযাত্রায় । পরবর্তীতে পাড়িয়া বাজারের চৌরাস্তায় শেষ হয় শোভাযাত্রা।
এরপর ধর্মীয় রীতিনীতি আচার আনুষ্ঠানিকতা শেষ করে পুকুরে দেবী দুর্গাকে বিসর্জন এর কাজ সম্পন্ন করেন দেবী ভক্তরা । ভক্তদের মনে একই সুর আসছে বছর আবার হবে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com