প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৪, ২০২৫, ৫:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১, ২০২৫, ১০:১৬ এ.এম
বিজিবির অভিযানে ভারতীয় জিরা-ফুচকাসহ ট্রাক জব্দ

হবিগঞ্জে সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে পাথরের নিচে লুকানো বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও ফুচকাসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে।
বুধবার ঢাকা-সিলেট মহাসড়কের মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অভিযান চালিয়ে এ ট্রাকটি আটক করে ৫৫ বিজিবি হবিগঞ্জ ব্যাটালিয়নের সদস্যরা।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধভাবে আসা বিপুল পরিমাণ মসলা পণ্য ও ট্রাক আটক করা হয়। ভোর রাতে ঢাকা-সিলেট মহাসড়কে নজরদারি বসানো হয়। কিছুক্ষণ পর সন্দেহভাজন একটি পাথরবোঝাই ট্রাককে থামানো হলে চালকের আচরণ সন্দেহজনক মনে হয়, পরে ট্রাকটি তল্লাশি করে দেখা যায়, উপরিভাগে স্তূপ করা পাথরের নিচে বিশেষ কায়দায় লুকানো রয়েছে ভারতীয় জিরা ও ফুচকার বড় চালান।
বিজিবির কর্মকর্তারা জানান, আটককৃত পণ্যের বাজারমূল্য কয়েক কোটি টাকা হতে পারে। তবে সঠিক হিসাব শুল্ক গোয়েন্দা ও কাস্টমস কর্মকর্তাদের উপস্থিতিতে গণনা শেষে নির্ধারণ করা হবে। ট্রাকের চালককে আটক করা সম্ভব হলেও সহযোগীরা পালিয়ে যায়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।
এ বিষয়ে ৫৫ বিজিবি হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল বলেন, গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। সীমান্তপথ ব্যবহার করে ভারতীয় পণ্য পাচারের যে চেষ্টা চলছে তা আমরা কোনোভাবেই সফল হতে দেব না। নিয়মিত নজরদারি বাড়ানো হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ঢাকা-সিলেট মহাসড়ক ব্যবহার করে অবৈধভাবে ভারতীয় পণ্য পাচার হয়ে আসছে। তবে বিজিবির সাম্প্রতিক এ সফল অভিযানে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা আশা প্রকাশ করেছেন, নিয়মিত এ ধরনের অভিযান হলে চোরাকারবারিরা নিরুৎসাহিত হবে।
জব্দকৃত ট্রাক ও পণ্য পরবর্তী আইনানুগ প্রক্রিয়ার জন্য শুল্ক গোয়েন্দা ও কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com