প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১২, ২০২৫, ৯:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৭, ২০২৫, ১০:২২ এ.এম
ভোলার ছেলে বিসিবির সহ-সভাপতি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন সোমবার সম্পন্ন হয়েছে। আনুষ্ঠানিক ঘোষণায় বিসিবির সভাপতি হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তিনি। বিসিবির নির্বাচিত ২৫ জন পরিচালকের ভোটে সহ-সভাপতি (এক) হয়েছেন পর্যটন বিশেষজ্ঞ শাখাওয়াত হোসেন এবং সাবেক ক্রিকেটার ফারুক আহমেদ। এর আগে বুলবুল ঢাকা বিভাগ থেকে পরিচালক হন। শাখাওয়াত বরিশাল বিভাগ থেকে বিসিবি পরিচালক নির্বাচিত হন। ফারুক আহমেদ ক্লাব ক্যাটাগরি থেকে পরিচালক নির্বাচিত হন। বুলবুল গত মে মাসে বিসিবির সভাপতি হওয়ার পর ৩ জনকে তার উপদেষ্টা নিয়োগ দেন। এর মধ্যে শাখাওয়াত ছিলেন একজন। তাকে ক্রিকেট পর্যটন বিষয়ক উপদেষ্টা করা হয়। শাখাওয়াত দেশের পর্যটন খাতের একজন বিশেষজ্ঞ হিসেবে পরিচিত।
এছাড়া তার আরেকটি পরিচয় আছে। তিনি ঢাকার তারকা হোটেল ওয়েস্টিন, শেরাটন ও হানসার পরিচালনা প্রতিষ্ঠান ইউনিক হোটেলস অ্যান্ড রিসোর্টের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করছেন। বিসিবির সহ-সভাপতি পদে বিকেএসপির সাবেক কোচ নাজমুল আবেদীন ফাহিম নির্বাচিত হতে যাচ্ছেন বলে গুঞ্জন ছিল। বুলবুলের মতো ফাহিমও ঢাকা বিভাগ থেকে পরিচালক নির্বাচিত হয়েছেন। এছাড়া তিনি বিসিবির সহসভাপতির দায়িত্বেও ছিলেন। কিন্তু তার জায়গায় চমক হয়ে এসেছে শাখাওয়াতের নাম। তার বাড়ী ভোলা জেলার মনপুরা উপজেলায়।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com