
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে লিফলেট বিতরণ ও পথসভা করেন ময়মনসিংহ মহানগর বিএনপি’র প্রতিষ্ঠাকালীন যুগ্ন-আহ্বায়ক ও ময়মনসিংহ সদর-৪ আসনের সংসদ সদস্য পদে মনোনয়ন প্রত্যাশী শিক্ষাবিদ অধ্যাপক শেখ আমজাদ আলী। আজ নভেম্বর (২০২৫) বিকেলে ময়মনসিংহ নগরীর আকুয়া বাইপাস রোডের মার্কাস মসজিদ মোড়ে এক সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন তিনি। ময়মনসিংহ সদর-৪ সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী হিসেবে বর্ষিয়ান রাজনীতিবিদ অধ্যাপক শেখ আমজাদ আলী বলেন,দল থেকে যাকে মনোনয়ন দেয়া হবে তার পক্ষেই তিনি মাঠে কাজ করতে প্রস্তুত আছেন। এমনকি যোগ্য বিবেচনায় দল তাঁকে মনোনয়ন দিলেও তিনি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দলের অন্য কাউকে মনোনয়ন দিলেও তিনি কর্মী সমর্থকদের সাথে নিয়ে তাঁর পক্ষে নির্বাচনী প্রচার প্রচারণার মাধ্যমে ধানের শীষকে জয়যুক্ত করবেন। ময়মনসিংহ নগরীর সর্বজনন্দিত খ্যাতিমান রাজনীতিবিদ অধ্যাপক শেখ আমজাদ আলী আকুয়া বাইপাস মোড়ের দুই শতাধিক দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে মালিকদের সাথে কুশল বিনিময় করেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন সম্বলিত লিফলেট তাদের হাতে তুলে দেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট চান। এ সময় ব্যবসায়ীরা তাদের প্রিয় মানুষকে কাছে পেয়ে হাসিমুখে এগিয়ে আসেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে জয়যুক্ত করার প্রতিজ্ঞা ব্যক্ত করেন। ময়মনসিংহ সিটি কর্পোরেশন ২৬ নং ওয়ার্ড ও ২৮ নং ওয়ার্ড বিএনপি’র নেতৃবৃন্দ সভাপতি কামরুজ্জামান চঞ্চল এই পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচির আয়োজন করে। পথসভায় উপস্থিত ছিলেন মহানগর ২৬ নং ওয়ার্ড বিএনপি’র আহ্বায়ক মোঃ নজরুল ইসলাম ও ২৮ নং ওয়ার্ড বিএনপি’র আহবায়ক কামরুজ্জামান চঞ্চল, যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন ২৭ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান জামাল ও নজরুল ইসলাম এবং যুগ্ম আহবায়ক মোবারক হোসাইন প্রমূখ। এ সময় আরো উপস্থিত ছিলেন পার্শ্ববর্তী অন্যান্য ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ সংগঠনের অর্ধ সহস্রাধিক নেতাকর্মী ও সমর্থক বৃন্দ। পথসভা শেষে দলীয় নেতা কর্মী ও সমর্থকরা সরকারি ভাবে অবৈধ ঘোষিত আওয়ামী লীগের আগামীকাল ১৩ নভেম্বর তারিখে অবৈধ লকডাউন কর্মসূচির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করে। তারা আগামীকাল রাজপথে আওয়ামী লীগের অবৈধ লকডাউন কর্মসূচি প্রতিহতের ঘোষণা দেয়।
Hasan Mahmud Farabi sarkar 


















