প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৮, ২০২৫, ৫:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৭, ২০২৫, ১২:৩৩ পি.এম
মাদারীপুরে যৌথ অভিযানে প্রায় ২০০ কেজি গাজাঁসহ ২ জন আটক

মাদারীপুর সদর উপজেলায় যৌথ অভিযানে শীর্ষ মাদক ব্যবসায়ী নান্নাু (৬২) দর্জি ও নুরু দর্জির হেফাজত থেকে ২০০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ সময় দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
২৭ সেপ্টেম্বর বেলা ২ টার দিকে মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, দীর্ঘদিন থেকে একটি মাদক ব্যবসায়ী চক্র মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের উত্তর ঝিকরহাটি গ্রামে মাদক বিক্রি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে ওই গ্রামের নান্নু দর্জির বাড়িতে অভিযান পরিচালনা করলে। তাদের ঘরের ভিতর থেকে ৯ বস্তা গাজাঁ উদ্ধার ও নান্নু দর্জি (৬২) ও নুরু দর্জি (৪২) নামের দুইজনকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত ৯ বস্তায় ৫০ প্যাকেট গাঁজা ২০০ কেজি যার মূল্য আনুমানিক বাজারে প্রায় ৪০ লাখ টাকা। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি এনামুল দর্জি (৪২) ও সুমন দর্জি (৩৫) পালিয়ে যায়। এদের মধ্যে এনামুল দর্জির নামে মাদকসহ ৯টি মামলা রয়েছে। অন্য আসামিদের বিরুদ্ধেও মাদক সংশ্লিষ্ট একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় মাদারীপুর সদর মডেল থানায় মামলা প্রক্রিয়া চলছে।
মাদারীপুরের পুলিশ সুপার মোঃ নাঈমুল হাছানের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানে অংশ নেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা, সদর মডেল থানার ওসি আদিল হোসেন এবং জেলা গোয়েন্দা শাখার সদস্যরা।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com