প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১২, ২০২৫, ২:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৬, ২০২৫, ৭:০৬ পি.এম
রায়পুরে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে পনেরো মাসের শিশুর মৃত্যু

রায়পুরে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে পনেরো মাসের শিশুর মৃত্যু হয়েছে। একই সঙ্গে মোটরসাইকেল চালক বাবা ও মা আহত হয়েছেন। নিহত শিশুর নাম জান্নাতুল মিম।
শিশুর বাবা শিপন হোসেন ও মাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সোমবার সন্ধ্যা ৭টায় রায়পুর বাসাবাড়ী থেকে হায়দরগঞ্জ সড়কের আমতলি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সোমবার সন্ধ্যার আগে রায়পুর উপজেলার সোনাপুর এলাকার নিজ বাসা থেকে শিপন হোসেন স্ত্রী এবং শিশুকে নিয়ে মোটরসাইকেলযোগে আত্মীয়ের বাড়ির দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি রায়পুর বাসাবাড়ী-হায়দরগঞ্জ সড়কের আমতলি নামক স্থানে পৌঁছালে স্ত্রীর ওড়না মোটরসাইকেলের চাকায় পেঁচিয়ে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যায় শিশুটি। এসময় শিশুর বাবা ও মা আহত হন। আহতদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভুইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মোটরসাইকেলের চাকায় পেঁচিয়ে সড়কে ছিটকে পড়ে শিশু মিম মারা যায়। পরিবারের লিখিত আবেদনের
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com