প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৯, ২০২৬, ১২:২১ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৩০, ২০২৫, ১১:০৫ এ.এম
শারদীয় দুর্গোৎসব শুধু ধর্মীয় নয়,সামাজিক সংস্কতির ঐতিহ্য

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার দুইবারের নির্বাচিত মেয়র,বি এন পি,র অন্যতম নেতা জনাব নাজিম উদ্দিন শামসু বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন এবং আর্থিক সহযোগিতা করেন। তিনি বলেন, শারদীয় দুর্গোৎসব বাংলা সংস্কৃতির এক অনন্য ঐতিহ্য এটি শুধু ধর্মীয় নয়, সামাজিক ও সাংস্কৃতিক উৎসব হিসেবেও আমাদের মাঝে আনন্দ ও মিলনের বার্তা নিয়ে আসে। সনাতন ধর্মাবলম্বী সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
চুনারুঘাট উন্নয়ন, শান্তি ও সম্প্রীতির ধারক-বাহক হিসেবে জনাব নাজিম উদ্দিন শামসু মেয়র, সর্বদা মানুষের পাশে থেকেছেন। তিনি বিশ্বাস করেন— ধর্মীয় উৎসব সবার। তাই শারদীয় দুর্গোৎসবকে ঘিরে তিনি সকল সম্প্রদায়ের ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও ভালোবাসার বন্ধনকে আরও সুদৃঢ় করার প্রত্যাশা করেন।
আসুন, এই উৎসবের আহ্বানে আমরা ঘৃণা-বিদ্বেষ ভুলে, সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার করি।
সকলের জীবনে শান্তি, সুখ ও সমৃদ্ধি নেমে আসুক।
তিনি বলেন, আমি সব সময় আপনাদের সুখে দুঃখে পাশে থাকব। আমার বাবা, ভাই আপনাদের সেবা করেছেন, তাদের কে আপনারা ভোট দিয়ে সম্মানি করেছেন। আমি দুইবার মেয়র নির্বাচিত হয়েছি, অবশ্যই মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের সেবা করব।তিনি দৈনিক ইত্তেফাক এর নির্বাহী সম্পাদক,এন টি সির পরিচালক জনাব সালেহ উদ্দিন সাহেব এর বড় ভাই।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com