প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৪, ২০২৫, ৫:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩, ২০২৫, ২:০৬ এ.এম
শ্রীমঙ্গলে প্রাইভেট কার-মাইক্রোবাস সংঘর্ষে ব্যবসায়ী নিহত, আহত ২

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক ব্যবসায়ী। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
বুধবার (১ অক্টোবর) সকাল ৬টার দিকে উপজেলার মতিগঞ্জ লইয়ারকুল ব্রিজের ওপর প্রাইভেট কার ও নোহা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মো. নাজিম উদ্দিন জানান, সকাল ৬টা ৮ মিনিটে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. শারমিন জানান, সকাল সাড়ে ৬টার দিকে তিনজনকে সেখানে আনা হয়। এর মধ্যে একজনকে মৃত ঘোষণা করা হয়।
নিহতের নাম আব্দুল গফুর শেখ (৪১)। তিনি উপজেলার মুসলিমবাগ এলাকার বাসিন্দা ও কাপড় ব্যবসায়ী।
আহতদের মধ্যে রয়েছেন—শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সদস্য ও নিউ পূর্বাসা এলাকার বাসিন্দা অজয় সিং (৪২)। বর্তমানে তিনি মৌলভীবাজার লাইফ লাইন প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন। অপর আহত শ্রীমঙ্গলের রেলগেইট এলাকার বাসিন্দা মো. তানভীর হোসেন জনি। তার অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেটে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ নিশ্চিত করা যায়নি।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com