আজ ১৮ জানুয়ারি ২০২৬ তারিখ সন্ধ্যায় খুলনা থানাধীন শীতলাবাড়ি মন্দির কমিটির আমন্ত্রণে তথায় গমন করেন কেএমপি কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা মহোদয়। তথায় উপস্থিত হলে নামযজ্ঞ কমিটির সভাপতি দীনেশ চন্দ্র দাস তাকে ফুলেল শুভেচ্ছা জানান। সেখানে পারস্পরিক শ্রদ্ধা সহযোগিতা সহঅবস্থান ও ধর্মীয় সম্প্রীতির সেতুবন্ধন সৃষ্টি হয়। অনুষ্ঠান পরিদর্শনকালে খুলনা মহানগরীর সকল সম্প্রদায়ের লোকেরা যাতে তাদের ধর্মীয় উৎসব ও আচার অনুষ্ঠান নির্বিঘ্নে পালন করতে পারে সে ব্যাপারে খুলনা মেট্রোপলিটন পুলিশ সদা তৎপর থাকবে মর্মে কমিশনার মহোদয় আশাবাদ ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন কেএমপি'র উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোহাম্মদ তাজুল ইসলাম, বিপিএম-সেবা, সহকারি পুলিশ কমিশনার (খুলনা জোন) জনাব মোঃ শিহাব করিম, অফিসার ইনচার্জ, খুলনা থানা জনাব কবির হোসেন, সহ-সভাপতি অরবিন্দ সাহা, কোষাধ্যক্ষ পার্থ প্রতীম পাল এবং সাধারণ সম্পাদক বিপ্লব কুমার দাস।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com