
ব্রাহ্মণপাড়া উপজেলা সমিতি ঢাকার উদ্যোগ ১ মে ব্রাহ্মণপাড়া উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা ও ক্যান্সার এবং অসহায় রোগীদের মাঝে ১১০ টি ছাগল বিতরন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণপাড়া উপজেলা সমিতি ঢাকার সভাপতি লায়ন মোস্তাফা কামাল, পরিচালনা করেন ব্রাহ্মণপাড়া উপজেলা সমিতি ঢাকার সাধারণ সম্পাদক জাকির হোসেন মুকুল, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট মিতা ইয়াছমিন, উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা সমিতি ঢাকার সহসভাপতি যথাক্রমে রবিউল ইসলাম, কামাল উদ্দিন আহাম্মদ, শফিকুল ইসলাম দুলাল, যুগ্ন সাধারন সম্পাদক যথাক্রমে মহসিন কবির সরকার, জুনায়েদ আহাম্মদ জুয়েল, শরিফুল ইসলাম, এডভোকেট কামরুল ইসলাম ভূইয়া, সাংগঠনিক সম্পাদক আবু হানিফ সিপু, অর্থ সম্পাদক রেজাউল করিম বাদল, দপ্তর সম্পাদক কামরুল আহসান ভূইয়া, প্রচার সম্পাদক আরিফুল হক ভূইয়া, যুগ্ন প্রচার সম্পাদক ইন্জিনিয়ার আলমগীর সদস্য মোঃ হাসান, সাইফুল ইসলাম, নাছির উদ্দিন ভূইয়া,শামীম আল মামুন বাদল,মোঃ জয়নাল হাজারী, গাজী ইস্রাফিল, উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজী জসিম উদ্দিন, ব্রাহ্মনপাড়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এডভোকেট মোঃ আবদুল আলীম খান, অধ্যাক্ষ খোরশেদ আলম, এমরান মাষ্টার।