
নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অধীন সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া-আনন্দবাজার সড়কের (জেড-১০৮৯) ১ম কিলোমিটার থেকে ৪র্থ কিলোমিটার পর্যন্ত রিজিড পেভমেন্ট নির্মাণ, বিদ্যমান পেভমেন্ট মেরামত এবং ড্রেন নির্মাণ কাজ চলমান রয়েছে। এরই অংশ হিসেবে চিলারপার্ক মোড় থেকে হাতকোপা খালপাড় পর্যন্ত অংশে যান চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে। সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্মাণকাজ চলাকালীন জনদুর্ভোগ এড়াতে সকলকে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে। একইসঙ্গে সাময়িক এই অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হয়েছে। বিকল্প সড়ক নির্দেশনা, হালকা যানবাহনের জন্য – থ্রি-হুইলার, অটোরিকশা, সিএনজি ইত্যাদি। চৈতি/ত্রিপরদী – সোনারগাঁ জাদুঘর – আমিনপুর – উদ্ধবগঞ্জ সড়ক। ভারী যানবাহনের জন্য (ট্রাক, কাভার্ডভ্যান, লরি ইত্যাদি। আনন্দবাজার- বারদী- তালতলা -মদনপুর, আড়াইহাজার সড়ক। এদিকে ঠিকাদারি প্রতিষ্ঠান ওরিয়েন্ট ট্রেডিং এন্ড বিল্ডার্সকে যথাযথ সাইন-সিগনাল ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে সড়ক বিভাগ। জনস্বার্থে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বলে জানায় নারায়ণগঞ্জ সড়ক বিভাগ।