
মাগুরা জেলা ক্রীড়া অফিসার অনামিকা দাস সকাল বুধবার সকাল ১১টায় মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে।গতকাল মঙ্গলবার বিকেলে জেলা ক্রীড়া সংস্থার একটি মিটিং চলাকালে তিনি অসুস্থ হয়ে পড়েন। অজ্ঞান অবস্থায় তাকে মাগুরা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। কিছুটা সুস্থ বোধ করলে রাত একটার দিকে শহরের নতুন বাজারের ভাড়া বাসায় ফিরে আসেন তিনি। সকালে অসুস্থ শরীর নিয়েই অফিসে যান। সেখান থেকে বেলা ১১টার দিকে বাসায় ফিরে আবার অসুস্থ হয়ে পড়েন। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।তার একমাত্র শিশু সন্তানটিও জ্বরে আক্রান্ত।
তার মৃত্যুতে জেলা ক্রীড়াসংস্থা সহ বিভিন্ন মহল শোকাহত।এ বিষয়ে অনেক ব্যক্তি/মহল শোক প্রকাশ করেছেন।
উল্লেখ্য তিনি ২০১৯ সালে মাগুরাতে জেলা ক্রীড়া অফিসার হিসাবে যোগদান করেছিলেন।মৃত্যুর আগ পর্যন্ত তিনি নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।