০৪:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ঝিনাইদহে জাসাসের মানববন্ধন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)। শনিবার (১৯ জুলাই) সকালে শহরের পোস্ট অফিস মোড়ে আয়োজিত এ মানববন্ধনে জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি এ্যাড.এম এ মজিদ, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক কামাল হোসেন, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. শামসুজ্জামান লাকী, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শেখর, জেলা জাসাসের আহবায়ক এম এ কবির, সদস্য সচিব কামরুজ্জামান লিটন প্রমুখ । বক্তারা বলেন, “শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বহুদলীয় গণতন্ত্রের অগ্রপথিক। তার ছবি নিয়ে অবমাননাকর আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। একইভাবে তারেক রহমান দেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম প্রধান নেতা, তার প্রতি কটূক্তি আসলে দেশের গণতন্ত্রকেই অপমান করার শামিল। বক্তারা অবিলম্বে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একইসাথে, ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডের পুনরাবৃত্তি হলে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

ঘাতক দালাল নির্মূল কমিটির দুই নেতার বিচারের দাবিতে মুন্সীগঞ্জে মানববন্ধন

ঝিনাইদহে জাসাসের মানববন্ধন

পোস্ট হয়েছেঃ ১২:৩৯:১৯ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)। শনিবার (১৯ জুলাই) সকালে শহরের পোস্ট অফিস মোড়ে আয়োজিত এ মানববন্ধনে জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি এ্যাড.এম এ মজিদ, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক কামাল হোসেন, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. শামসুজ্জামান লাকী, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শেখর, জেলা জাসাসের আহবায়ক এম এ কবির, সদস্য সচিব কামরুজ্জামান লিটন প্রমুখ । বক্তারা বলেন, “শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বহুদলীয় গণতন্ত্রের অগ্রপথিক। তার ছবি নিয়ে অবমাননাকর আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। একইভাবে তারেক রহমান দেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম প্রধান নেতা, তার প্রতি কটূক্তি আসলে দেশের গণতন্ত্রকেই অপমান করার শামিল। বক্তারা অবিলম্বে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একইসাথে, ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডের পুনরাবৃত্তি হলে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।