
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার শাহিনুর আক্তার নামে (২৬) এক গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার রাতে উপজেলার সদরে থানা স্টিল ব্রিজের পাশে একটি দোতলা ভবনের নিচতলায় মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শাহিনুর ছলিমাবাদ ইউনিয়নের সাতবিলা গ্রামের গিয়াস উদ্দিনের মেয়ে।
নিহতের পরিবার জানায়, নয় বছর আগে উপজেলার সদরের আলীপুর গ্রামে মালয়েশিয়া প্রবাসী স্বপন মিয়ার সঙ্গে তার প্রথম বিবাহ হয়। এই সংসারে তার ৬ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। বিয়ের এক বছর পর উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের দক্ষিণ পাড়া গ্রামের সৌদি প্রবাসী মাসুদ মিয়ার সঙ্গে তার প্রেমের সম্পর্ক হয়। প্রথম স্বামীকে তালাক দিয়ে দ্বিতীয়বার মাসুদের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকে শাহিনুর আক্তার তার প্রবাসী স্বামী মাসুদ মিয়াকে নিয়ে উপজেলা সদরের স্টিল ব্রিজের পাশে একটি দোতলা ভবনের নিচ তলায় ভাড়া থাকতেন। গতকাল রাতে বাসার অন্য ভাড়াটিয়া শাহিনুরের রুমের দরজা তালাবদ্ধ দেখতে পান। পরে রুম থেকে দুর্গন্ধ পেয়ে পরিবারের লোকজনকে বিষয়টি জানায়। পরিবারের সদস্যরা খবর পেয়ে তালা ভেঙ্গে রুমে প্রবেশ করে রক্তাক্ত মরদেহ দেখতে পায়।
বাঞ্ছারামপুর থানায় খবর দিলে থানার অফিসার ইনচার্জ হাসান জামিল খান ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেন। তিনি জানান মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ রির্পোট লিখা পর্যন্ত থানায় মামলা হয়নি।