
রাজবাড়ীর গোয়ালন্দে পৃথক অভিযানে ইয়াবা ও হেরোইনসহ নারীসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দঘাট থানা পুলিশ।
শুক্রবার (১৮ জুলাই) দিবাগত রাতে উপজেলার দৌলতদিয়া ও পৌর এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গোয়ালন্দঘাট থানার এসআই মো. মাহাবুল করিমের নেতৃত্বে রাত ১টার দিকে দৌলতদিয়া পূর্বপাড়ার পতিতাপল্লীর নাজমার গলির হক মন্ডলের বাড়ির ভাড়া করা একটি কক্ষ থেকে ৩০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী ঝর্ণা বেগম (৩০) কে গ্রেপ্তার করা হয়। ঝর্ণা বেগম ফরিদপুর জেলার মধুখালী থানার নওয়াপাড়া ইউনিয়নের মেছরদিয়া এলাকার মৃত রুস্তম শেখের মেয়ে। তিনি বর্তমানে দৌলতদিয়া পূর্বপাড়ায় বসবাস করছিলেন।
এর আগে, গোয়ালন্দঘাট থানার এসআই মো. ফরিদ মিয়া সঙ্গীয় ফোর্সসহ রাত ১২টার দিকে উপজেলার উত্তর দৌলতদিয়া পুড়াভিটা এলাকার করিম মোল্লার বাড়ির সামনে ইটের রাস্তার ওপর থেকে ২০০ পুরিয়া হেরোইনসহ দুইজনকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতরা হলেন, গোয়ালন্দ পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের জুরান মোল্লা পাড়ার সুরেশ চন্দ্র সাহার ছেলে ঝন্টু সাহা (৩৪) ও পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ড কাজীপাড়ার মৃত আফছার মন্ডলের ছেলে হায়দার মন্ডল (৪০)।
গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে শনিবার (১৯ জুলাই) দুপুরে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।