১০:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

হিরোইন ও গাঁজা বিক্রয়কালে নারী সহ ৪ মাদক কারবারি’কে গ্রেফতার করেছে জাজিরা থানা পুলিশ

শরীয়তপুরের জাজিরায় (কাজির হাট বন্দর) এলাকায় জাজিরা থানার উপ-পরিদর্শক (এস আই) মোঃ আবুল কালাম আজাদ ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোশারফ হোসেনের নেতৃত্বে একটি পুলিশ দল নিয়মিত কিলো-২ ডিউটিতে নিয়োজিত ছিলেন।

তখন বিগত রাত অনুমানিক ১২ টা ২০ মিনিটের দিকে গোপন সূত্রে তারা একটি তথ্য পান কাজির হাট বন্দর নতুন স্ট্যান্ড এলাকায় কয়েকজন ব্যক্তি মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে মাদক কারবাবারি’দের আটক করতে সক্ষম হয় ডিউটিরত পুলিশেরর ওই দল।

গ্রেফতারকৃতরা হলেন, মোঃ আইয়ুব আলী (২৯), তার স্ত্রী নাসরিন (২৬), নুর হোসেন খান (৩০) এবং ইমন মাদবর (২৬)। উভয়েই শরীয়তপুরের পালং মডেল থানার শৈলপাড়া গ্রামের বাসিন্দা।

ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে তাদের আটক করে। আটকের পরে তারা নিজেদের স্থানীয় বাসিন্দা বলে দাবী করেন। পরে তল্লাশি চালিয়ে মোঃ আইয়ুব আলীর প্যান্টের পকেট থেকে ২ গ্রাম হিরোইন, তার স্ত্রী নাসরিনের হাত ব্যাগ থেকে ১ গ্রাম, নুর হোসেন খানের পকেট থেকে ১ গ্রাম হিরোইন এবং ইমন মাদবরের পকেট থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪১ হাজার টাকা। পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার ৮(ক) ও ১৯(ক) অনুযায়ী পৃথক ধারায় মামলার প্রস্তুতি চলছে এবং শনিবার (১৯ জুলাই) দুপুরের দিকে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

জাজিরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাইনুল ইসলাম এই বিষয় বলেন, “মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে জাজিরা থানা পুলিশ। যত বড় প্রভাবশালীই হোক আমার থানায় কোন মাদক কারবারি থাকতে পারবেনা, তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

বাঞ্ছারামপুর উপজেলা পৌর ও কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে জুলাই আগষ্টের সকল শহীদদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

হিরোইন ও গাঁজা বিক্রয়কালে নারী সহ ৪ মাদক কারবারি’কে গ্রেফতার করেছে জাজিরা থানা পুলিশ

পোস্ট হয়েছেঃ ০৫:০৭:২৭ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫

শরীয়তপুরের জাজিরায় (কাজির হাট বন্দর) এলাকায় জাজিরা থানার উপ-পরিদর্শক (এস আই) মোঃ আবুল কালাম আজাদ ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোশারফ হোসেনের নেতৃত্বে একটি পুলিশ দল নিয়মিত কিলো-২ ডিউটিতে নিয়োজিত ছিলেন।

তখন বিগত রাত অনুমানিক ১২ টা ২০ মিনিটের দিকে গোপন সূত্রে তারা একটি তথ্য পান কাজির হাট বন্দর নতুন স্ট্যান্ড এলাকায় কয়েকজন ব্যক্তি মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে মাদক কারবাবারি’দের আটক করতে সক্ষম হয় ডিউটিরত পুলিশেরর ওই দল।

গ্রেফতারকৃতরা হলেন, মোঃ আইয়ুব আলী (২৯), তার স্ত্রী নাসরিন (২৬), নুর হোসেন খান (৩০) এবং ইমন মাদবর (২৬)। উভয়েই শরীয়তপুরের পালং মডেল থানার শৈলপাড়া গ্রামের বাসিন্দা।

ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে তাদের আটক করে। আটকের পরে তারা নিজেদের স্থানীয় বাসিন্দা বলে দাবী করেন। পরে তল্লাশি চালিয়ে মোঃ আইয়ুব আলীর প্যান্টের পকেট থেকে ২ গ্রাম হিরোইন, তার স্ত্রী নাসরিনের হাত ব্যাগ থেকে ১ গ্রাম, নুর হোসেন খানের পকেট থেকে ১ গ্রাম হিরোইন এবং ইমন মাদবরের পকেট থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪১ হাজার টাকা। পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার ৮(ক) ও ১৯(ক) অনুযায়ী পৃথক ধারায় মামলার প্রস্তুতি চলছে এবং শনিবার (১৯ জুলাই) দুপুরের দিকে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

জাজিরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাইনুল ইসলাম এই বিষয় বলেন, “মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে জাজিরা থানা পুলিশ। যত বড় প্রভাবশালীই হোক আমার থানায় কোন মাদক কারবারি থাকতে পারবেনা, তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”