
মুজিববাদী ,ফ্যাসিবাদের আদর্শে জনগণের মধ্যে বিভাজন করে রাখত বলে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার ( ১৯ জুলাই) রাত ৮টায় বান্দরবান প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত এক পথসভায় এ কথা বলেন। নাহিদ ইসলাম আরও বলেন, কখনো রাজাকার বনাম মুক্তিযোদ্ধা কখনো বাঙ্গালী বনাম পাহাড়ি কখনোবা ধর্ম নিরপক্ষতা আখ্যা দিয়ে নিজেদের মধ্যে বিভাজন সৃষ্টি করে রেখেছিল ফ্যাসিবাদের আদর্শে গড়া মুজিববাদ সরকার। তারা চাইলেই আলোচনার মাধ্যমে সকল সমস্যা সমাধান করতে পারতেন।কিন্তু তারা তা করেনি।এই বিভাজনকে ভিত্তিকরে তারা বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিল।মুজিববাদি সংবিধান গোড়া থেকে একটি ফ্যাসিস্টবাদি সংবিধান ছিল।যেটি সমাজ ও রাস্ট্রকে বিভাজন করে রেখেছিল।
গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সকল বিভাজন দূর হয়েছে। সকলকে ঐক্য করতে পেরেছি। এবংএই বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করবো। এসময় এনসিপির বান্দরবান জেলা কমিটির প্রধান সমন্বয়ক মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনীম জারা, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী, কেন্দ্রীয় নির্বাহী সংসদের যুগ্ন আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি প্রমূখ