০৯:৪৯ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

রাজিবপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ

কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে এক বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ জুলাই) বিকেলে রাজিবপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ‍্যালয় মাঠে এ সমাবেশে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ধর্মপ্রাণ মুসলমানসহ হাজারো মানুষ অংশগ্রহণ করেন।গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমিরুল মুজাহিদিন, শায়খুল হাদীস মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম (শায়খে চরমোনাই হাফিজাহুল্লাহ)। তিনি তার বক্তব্যে বলেন, “ইসলাম একটি পরিপূর্ণ জীবনব্যবস্থা। আজ দেশে ইসলাম ও ইসলামপন্থীদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্র রুখতে ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণকে ঐক্যবদ্ধ করে ইসলামী শাসন প্রতিষ্ঠার আহ্বান জানাচ্ছে।” তিনি আরও বলেন, “এই দেশের মাটি ও মানুষের আত্মার সঙ্গে ইসলাম গভীরভাবে জড়িত। যারা ইসলামকে দূরে সরিয়ে দিয়ে পশ্চিমা সংস্কৃতি চাপিয়ে দিতে চায়, তারা এ দেশের চেতনাকে ধ্বংস করতে চায়। মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব ইসলামি আদর্শে ফিরে যাওয়া এবং আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করা।” গণসমাবেশে স্থানীয় নেতৃবৃন্দ ও ওলামায়ে কেরামগণও উপস্থিত ছিলেন। তারা বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃত্বে একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব। সৎ, যোগ্য, আল্লাহভীরু নেতৃত্ব ছাড়া জনগণের মুক্তি নেই। সমাবেশে বক্তারা নির্বাচন, দুর্নীতি, নৈতিক অবক্ষয়সহ বিভিন্ন সমসাময়িক ইস্যুতে ইসলামী দৃষ্টিভঙ্গিতে দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়াও ইসলাম, ঈমান ও দেশের স্বাধীনতা রক্ষায় সর্বস্তরের জনগণকে সচেতন থাকার আহ্বান জানানো হয়। গণসমাবেশে অংশগ্রহণকারী জনতার উপস্থিতিতে রাজিবপুরের রাজপথ মুখর হয়ে ওঠে। সমাবেশ শেষে দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

ঘাতক দালাল নির্মূল কমিটির দুই নেতার বিচারের দাবিতে মুন্সীগঞ্জে মানববন্ধন

রাজিবপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ

পোস্ট হয়েছেঃ ০৭:২৬:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে এক বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ জুলাই) বিকেলে রাজিবপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ‍্যালয় মাঠে এ সমাবেশে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ধর্মপ্রাণ মুসলমানসহ হাজারো মানুষ অংশগ্রহণ করেন।গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমিরুল মুজাহিদিন, শায়খুল হাদীস মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম (শায়খে চরমোনাই হাফিজাহুল্লাহ)। তিনি তার বক্তব্যে বলেন, “ইসলাম একটি পরিপূর্ণ জীবনব্যবস্থা। আজ দেশে ইসলাম ও ইসলামপন্থীদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্র রুখতে ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণকে ঐক্যবদ্ধ করে ইসলামী শাসন প্রতিষ্ঠার আহ্বান জানাচ্ছে।” তিনি আরও বলেন, “এই দেশের মাটি ও মানুষের আত্মার সঙ্গে ইসলাম গভীরভাবে জড়িত। যারা ইসলামকে দূরে সরিয়ে দিয়ে পশ্চিমা সংস্কৃতি চাপিয়ে দিতে চায়, তারা এ দেশের চেতনাকে ধ্বংস করতে চায়। মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব ইসলামি আদর্শে ফিরে যাওয়া এবং আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করা।” গণসমাবেশে স্থানীয় নেতৃবৃন্দ ও ওলামায়ে কেরামগণও উপস্থিত ছিলেন। তারা বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃত্বে একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব। সৎ, যোগ্য, আল্লাহভীরু নেতৃত্ব ছাড়া জনগণের মুক্তি নেই। সমাবেশে বক্তারা নির্বাচন, দুর্নীতি, নৈতিক অবক্ষয়সহ বিভিন্ন সমসাময়িক ইস্যুতে ইসলামী দৃষ্টিভঙ্গিতে দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়াও ইসলাম, ঈমান ও দেশের স্বাধীনতা রক্ষায় সর্বস্তরের জনগণকে সচেতন থাকার আহ্বান জানানো হয়। গণসমাবেশে অংশগ্রহণকারী জনতার উপস্থিতিতে রাজিবপুরের রাজপথ মুখর হয়ে ওঠে। সমাবেশ শেষে দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।