০৪:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

হোমনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই পক্ষের সংঘর্ষ

কুমিল্লার হোমনা উপজেলার গোয়ারীভাংগা ও ডুমুরিয়া গ্রামে অটোভাড়াকে কেন্দ্র করে পুরনো বিরোধের জেরে ২০ জুলাই রবিবার সকালে সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সংঘর্ষের আগে একটি মসজিদের মাইকে উত্তেজনাপূর্ণ ঘোষণা দেওয়া হয়, যার পরপরই দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়।
খবর পেয়ে হোমনা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সেনাবাহিনীও টহল জোরদার করে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক থাকলেও উত্তেজনা পুরোপুরি কাটেনি।
এ ঘটনায় এখনও পর্যন্ত কোনো আহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হুদা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানান। তিনি জানান, “অপ্রয়োজনীয় উত্তেজনা পরিহার করে আইনশৃঙ্খলা বজায় রাখতে সকলকে সহযোগিতা করতে হবে।”
স্থানীয়দের মধ্যে উদ্বেগ বিরাজ করলেও প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে বলে মনে করছেন সচেতন মহল।
ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

ঘাতক দালাল নির্মূল কমিটির দুই নেতার বিচারের দাবিতে মুন্সীগঞ্জে মানববন্ধন

হোমনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই পক্ষের সংঘর্ষ

পোস্ট হয়েছেঃ ০১:২৬:১৫ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
কুমিল্লার হোমনা উপজেলার গোয়ারীভাংগা ও ডুমুরিয়া গ্রামে অটোভাড়াকে কেন্দ্র করে পুরনো বিরোধের জেরে ২০ জুলাই রবিবার সকালে সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সংঘর্ষের আগে একটি মসজিদের মাইকে উত্তেজনাপূর্ণ ঘোষণা দেওয়া হয়, যার পরপরই দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়।
খবর পেয়ে হোমনা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সেনাবাহিনীও টহল জোরদার করে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক থাকলেও উত্তেজনা পুরোপুরি কাটেনি।
এ ঘটনায় এখনও পর্যন্ত কোনো আহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হুদা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানান। তিনি জানান, “অপ্রয়োজনীয় উত্তেজনা পরিহার করে আইনশৃঙ্খলা বজায় রাখতে সকলকে সহযোগিতা করতে হবে।”
স্থানীয়দের মধ্যে উদ্বেগ বিরাজ করলেও প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে বলে মনে করছেন সচেতন মহল।