
নড়াইলে আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৫
রাজনীতিতে নিষিদ্ধ আওয়ামী লীগের নড়াইল জেলা কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক বাবুল সাহাসহ দলটির পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (২০ জুলাই) জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। লোহাগড়া থানার ওসি শরিফুল ইসলাম, নড়াগাতী থানার ওসি আশিকুর রহমান এবং নড়াইল সদর থানার ওসি (তদন্ত) জামিল কবির গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, গ্রেপ্তারকৃতদের বিকেলে আদালতে পাঠান
গ্রেপ্তার অন্যরা হলেন- নড়াইল জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক গোলাম মোরশেদ শেখ, লোহাগড়া উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক ও সাবেক কমিশনার মোজাম খান, লোহাগড়া পৌরসভা যুবলীগের সিনিয়র নিবার্হী সদস্য জাহিদ খান এবং নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হুমায়ুন সরদার।