
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ২নং বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২০ জুলাই) বিকেল ৩টায় বংশীকুন্ডা বাজারে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোঃ সুজন মিয়া এবং সঞ্চালনায় ছিলেন যুগ্ম আহ্বায়ক মোঃ নজরুল ইসলাম ও মোঃ তাজুল ইসলাম।
সভার শুরুতেই নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যদের পরিচয়পর্ব অনুষ্ঠিত হয়। পরে দলের সাংগঠনিক কাঠামোকে আরও সুদৃঢ় ও কার্যকর করার লক্ষ্যে বিভিন্ন দিক নিয়ে বিশদ আলোচনা হয়।
ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোঃ সুজন মিয়া বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির প্রতিটি স্তরে ঐক্য অত্যন্ত জরুরি। আমাদের সবাইকে দলীয় শৃঙ্খলা বজায় রেখে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখতে হবে।
তিনি আরও বলেন, দলীয় কর্মীদের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সম্মানবোধ বজায় রেখে সংগঠনকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করে তুলতে হবে। কেন্দ্র ঘোষিত যেকোনো কর্মসূচি বাস্তবায়নে ইউনিয়ন বিএনপি সর্বদা প্রস্তুত থাকবে। প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন করে সংগঠনকে আরও শক্তিশালী করা হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাহেবুর আলম, ইনামুল গনি রুবেল, নেকবর হোসেন, সাজ্জাদুর রহমান সাজ্জাদ এবং সেনোয়ার হোসেন।
সভা শেষে সকল নেতাকর্মী দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ভুলে একতাবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।