রাজবাড়ী জেলা শহরের পাবলিক হেলথ্ মোড়ে জামান স্টোর নামক দোকানের সামনে থেকে রুবেল সরদার (৪০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি সদর উপজেলার দক্ষিণ ভবানীপুর এলাকার বাসিন্দা এবং মৃত আলম সরদারের ছেলে। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। জানা যায়, রুবেল পূর্বে একটি ডাকাতির প্রস্তুতির মামলায় জামিনে ছিলেন। ২০২৪ সালের ১৮ ডিসেম্বর তাকে একটি রেলক্রসিং এলাকায় গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ এবং তার কাছ থেকে সুইস গিয়ার ছুরি উদ্ধার করা হয়।রুবেলের পরিবার দাবি করেছে, তাকে হত্যা করা হয়েছে। ছোট ভাই জুয়েল সরদার জানান, “রাত ১১টায় ভাইকে বাড়িতে দেখি, আর সকালে শুনি তার মরদেহ পাওয়া গেছে। শরীরে আঘাতের চিহ্ন ছিল। মনে হয়েছে ধস্তাধস্তির পর হত্যা করা হয়েছে।” রুবেলের স্ত্রী বন্যা বলেন, “তিনি মঙ্গলবার সন্ধ্যায় মেয়েকে নিয়ে বাজারে যান এবং পরে মেয়েকে আমার কাছে দিয়ে চলে যান। আগে তিনি একবার স্ট্রোক করেছিলেন, তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত না।”
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com