প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৯, ২০২৫, ১:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৭, ২০২৫, ৮:২৭ এ.এম
বদলগাছীতে লোগো লাইন পদ্ধতিতে ধান চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের
![]()
উত্তরের বরেন্দ্রভূমি নওগাঁ। এই নওগাঁ ধান চাষের জন্য বিখ্যাত একটি জেলা। নওগাঁর বদলগাছী উপজেলায ইতিমধ্যেই শুরু হয়েছে বোরো ধান রোপনের কাজ। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় কৃষকরা লোগো লাইন পদ্ধতিতে ধান রোপণ করছেন স্থানীয় কৃষকরা। এতে করে এনালগ পদ্ধতির চেয়ে আধুনিক এই পদ্ধতিতে অধিক হারে ফলন হবে এমনটাই আশা করছেন উপজেলার কৃষকেরা। ধানের চারা রোপণের প্রতি ১০সারি পরে এক সারি ফাঁকা রাখাই হচ্ছে লোগো লাইন পদ্ধতি।
আধুনিক এ পদ্ধতিতে ধান চাষ করলে একদিকে আগাছা দমনসহ কমে যায় পোকামাকড়ের আক্রমণ, অন্য দিকে সঠিকভাবে সার প্রয়োগ করতে সহজ হয়। পাশাপাশি ধানের ফলন বাড়াসহ জমিতে ইঁদুরের আক্রমণ কমে যায় বলে এমনটাই জানিয়েছেন উপজেলা কৃষি অফিস। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছেন চলতি মৌসুমে জেলার বদলগাছী উপজেলায় ১১ হাজার ৬শত ৫৫ হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে । যা ইতিমধ্যেই লক্ষ্যমাত্রা অর্জন করেছে। সঠিক পরিচর্যা ও আবহাওয়া অনুকূলে থাকলে কৃষকরা ধান চাষে অধিক লাভবান হতে পারবে বলছেন কৃষি বিভাগ। উপজেলা কৃষি কর্মকর্তা সাবাব ফারহান জানান, লোগো’ লাইন পদ্ধতি ধান চাষের নতুন একটি প্রযুক্তি।এ পদ্ধতিতে ধান চাষ করলে ফলন বাড়ে। বাদামি ঘাসফড়িং ও মাজরা পোকা ধান গাছে সবচেয়ে বেশি ক্ষতি করে থাকে। ছায়াযুক্ত স্থানে সাধারণত এ ধরনের পোকার আক্রমণ বেশি হয়ে থাকে। লোগো পদ্ধতিতে ধান চাষ করলে ধান গাছ পর্যাপ্ত আলো ও বাতাস পাওয়ায় পোকার আক্রমণ কমে যায়, বিশেষ করে বাদামি ঘাসফড়িংয়ের আক্রমণ এবং ইঁদুরের উপস্থিতি কমে যায়।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com