বাংলাদেশ কৃষি ব্যাংক আমুড়িয়া বাজার শাখা মাগুরার নতুন ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে রবিবার সকাল ১০টায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক কুষ্টিয়া বিভাগের মহাব্যবস্থাপক উৎপল কবিরাজ।
অনুষ্ঠানের সভাপতিতব করেন অত্র শাখার ব্যবস্থাপক মোঃ শরাফত আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা মুখ্য আঞ্চলিক কার্যালয়ের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক আকিঞ্চন বিশ্বাস,কুষ্টিয়া আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মোঃ আঃ আজিজ,মাগুরা আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা এম এম এ কাশেম, কুচিয়া মুরা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলাম।
এ সময় আরো বক্তব্য রাখেন
সাবরিনা নারী উদয়গতা,
এডিআই ব্যবস্থাপক জাকির হোসেন,প্রধান শিক্ষক মোঃ জিন্নাহ,সাবেক চেয়ারম্যান সাজ্জাদ হোসেন,
এ সময় ব্যাংক কর্মচারী,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,গণমাধ্যম কর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সঞ্চালনয় ছিলেন ব্যাংকের সহকারি ম্যানেজার ২ আক্তার হোসেন।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com