প্রিন্ট এর তারিখঃ জুলাই ১, ২০২৫, ৫:০৮ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৪, ২০২৫, ৫:২৯ পি.এম
বাঘারপাড়ায় পরিকল্পিত হামলার শিকার আহত যুবক ” চিকিৎসা নিচ্ছেন শালিখা হাসপাতালে

পূর্ব পরিকল্পিত ভাবে
সন্ত্রাসী হামলায় আহত হয়ে বাঘারপাড়ার এক যুবক
শালিখা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন।
আহত নাজমুল বিশ্বাস বাঘারপাড়া উপজেলার বলরামপুর গ্রামের মোতালেব বিশ্বাসের ছেলে। জানা গেছে, গত শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে সে পাঁচবাড়ীয়া মাঠ থেকে জমির ধান দেখে বাড়ী ফিরছিলো।এ সময় রাস্তায় উপর উঠার পূর্ব মুহুর্তে পূর্ব শত্রুতার জের ধরে পাঁচবাড়ীয়া গ্রামের মতিয়ার রহমানের পুত্র আব্দুল্লাহ মোল্লা(৪৫),আবুজার মোল্লা (৩০),মতিয়ার রহমান মোল্লা(৬০) ও তাদের ছোট ভাই আমার উপর দেশীয় অস্ত্র নিয়ে তার উপর হামলা করে। এ ঘটনায় নাজমুলের একটি হাত ভেঙ্গে গেছে , এবং শরীরের বিভিন্ন জায়গায় জখম হয়েছে । আহত নাজমুল অভিযোগ করেন, মারাত্মক আহত করে তার কাছ থেকে হাতের আংটি, পালচার মোটরসাইকেল, ও নগদ টাকা ছিনিয়ে নেয়। ঘটনা স্থান থেকে
স্থানীয়রা তাকে উদ্ধার করে শালিখা হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা গুরুতর বলে জানিয়েছে একটি সূত্র । বিষয়টি তদন্ত করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন আহত নাজমুল হক সহ তার পরিবারের লোকজন।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com