সিরাজগঞ্জের সলংগা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের আগরপুর গ্রামে এস আর উচ্চ বিদ্যালয়ের ঘর ভাংচুরের অভিযোগ উঠেছে । আগরপুর গ্রামের বাসিন্দা সোহেল রানা তাঁর নিজস্ব জায়গার উপর বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। সোহেল রানার সাথে জমি জমা নিয়ে দীর্ঘ দিন যাবত দ্বন্দ্ব চলে আসছে ভাতিজা শামীম গংদের সাথে। আগরপুর মৌজায় দাগ নং ৫৫৮ ও খতিয়ান নং ২০১ এ মোট জমির পরিমাণ ১০৭ ডেসিমাল। সোহেল রানা তার আপন বোন, মা এবং বিভিন্ন ওয়ারিশদের নিকট হতে ২৭ ডেসিমাল জমি ক্রয় করেন এবং পৈতৃক সূত্রে আরো কিছু জমি তিনি সেখানে পান। সেখান থেকে তার বড়ভাই আব্দুর রাজ্জাক গ্রামের মাতব্বর ও স্থানীয় ইউপি সদস্য বাবু আকন্দকে সাথে নিয়ে সোহেল রানাকে গত ৮ মাস পূর্বে ১০.৫ ডেসিমাল জমি মেপে দিয়ে দেন। উক্ত জমি সোহেল রানা খাজনা-খারিজ করেন। সেখানে তিনি এস আর উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করে ঘর নির্মাণ করেন। দীর্ঘ কয়েকমাস সেখানে তিনি কার্যক্রম চালিয়ে আসছে। এমত অবস্থায় প্রতিপক্ষ ভাতিজা মোঃ শামীম রেজা,মোঃ সবুজ মিয়া উভয় পিতা মৃত আব্দুল আজিজ,মোঃ শিহাব উদ্দিন পিতাঃ আব্দুর রাজ্জাক, তাঁরা গত পহেলা মে দিবসের দিনে অতর্কিত হামলা চালিয়ে এস আর উচ্চ বিদ্যালয়ের ঘরটি ভাংচুর করে এবং সোহেল রানাকে বিভিন্ন প্রকার ভয় ভীতি প্রদর্শন করে। এব্যাপারে অত্র এলাকার মাতব্বরদের সাথে কথা হলে তারা প্রতিবেদককে জানান, শামীম গংদের নিষেধ করা স্বত্বেও তারা এই প্রতিষ্ঠান ভাংচুর চালায়। স্কুলের ঘর ভাংচুরের ঘটনায় সোহেল রানা সলংগা থানায় বাদী হয়ে মোঃ শামীম রেজা,মোঃ সবুজ মিয়া ও শিহাবের নামে মামলা দায়ের করেন। মামলার জিডি নং ১৪৪।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com