প্রিন্ট এর তারিখঃ জুলাই ১, ২০২৫, ৫:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৪, ২০২৫, ৫:৩৯ পি.এম
বিশ্ব “মুক্ত গণমাধ্যম” দিবসে উপলক্ষে সীতাকুণ্ড প্রেসক্লাবে মুক্ত আলোচনা

সীতাকুণ্ড প্রেস ক্লাবের আয়োজনে বিশ্ব "মুক্ত গণমাধ্যম" দিবস-২০২৫ উপলক্ষে মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
০৩মে (শনিবার) বিকালে সীতাকুণ্ড প্রেসক্লাব মিলনায়তনে সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ ফোরকান আবুর সভাপতিত্বে এবং সহ সম্পাদক মো. নজরুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ক্লাবের সাবেক সভাপতি এম হেদায়েত উল্লাহ, সহ-সভাপতি মো. খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী, সাংগঠনিক আব্দুল্লাহ আল ফারুক, সদস্য দিদার হোসেন টুটুল, নির্দেশ বড়ুয়া, সাইদুল হক, মীর মামুন, দেলোয়ার হোসাইন খান, কামরুল ইসলাম দুলু, শেখ সাইফুল ইসলাম রুবেল, এস এম ইকবাল হোসাইন, এ্যাড. নাছির উদ্দিন, ইকবাল হোসেন রুবেল, মোহাম্মদ জামশেদ আলম প্রমুখ।
আলোচনায় বক্তারা মুক্ত, দায়বদ্ধ ও নিরাপদ সাংবাদিকতার পরিবেশ তৈরির উপর গুরুত্বারোপ করেন এবং সকল বাধা অতিক্রম করে সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
বক্তারা বলেন, ‘দেশপ্রেম না থাকলে সাংবাদিকতার মত মহৎ পেশায় আসা উচিৎ না। আমরা দেখেছি ৫ আগষ্টের পরে কতিপয় সাংবাদিক নামধারি কিছু ব্যক্তি দখলবাজি, চাঁদাবাজি ও ভুমি অফিসে দালালীসহ বিভিন্ন অপরাধমুলক কাজে লিপ্ত হয়ে সাংবাদিকতা পেশাকে বিতর্কিত করেছেন। এমনকি সত্যের প্রতিক, মানুষের আস্থার জায়গা সীতাকুণ্ড প্রেস ক্লাবটিও জবর দখল করে সেখানে নানান অপকর্মের আস্তানা হিসেবে গড়ে তুলেছিল। মুক্ত গণমাধ্যম দিবসে সকলকে সাথে নিয়ে মুলধারার সাংবাদিকতার একমাত্র ঠিকানা সীতাকুণ্ড প্রেস ক্লাবকে দখলমুক্ত করা হয়েছে।
মুল ধারার সাংবাদিকরা অপ-সাংবাদিকদের কঠোর হস্তে দমন করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতিও অনুরোধ করেন।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com