বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন-ভাতা ও স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়নের দাবিতে দুই দফা দাবিতে সুনামগঞ্জে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কর্মবিরতি অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত সুনামগঞ্জ জজ কোর্ট প্রাঙ্গণে এই কর্মবিরতি পালন করেন কর্মচারীরা। কর্মবিরতিতে সুনামগঞ্জের বিচার বিভাগীয় সকল কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, আমরা বিচার বিভাগীয় কর্মচারীরা বৈষম্যের শিকার। আমাদেরকে নিয়োগ দেয় আইন মন্ত্রণালয়, বদলি করে মহামান্য হাইকোর্ট বিভাগ এবং বেতন দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। আমাদের কোনো অভিভাবক নেই। তাই কর্তৃপক্ষের নিকট অনুরোধ আমাদের দুই দফা দাবি মেনে বৈষম্য দূর করুন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি কামরুজ্জামান, সাধারণ সম্পাদক এনাম আহমেদ সহ জেলা কমিটির নেতৃবৃন্দ।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com