প্রিন্ট এর তারিখঃ মে ৮, ২০২৫, ২:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৫, ২০২৫, ৮:৫৪ পি.এম
রাজবাড়ীতে প্রবাসী আল আমিন হত্যাকাণ্ডে জড়িত ৫ আসামী গ্রেফতার

রাজবাড়ী জেলায় সংঘটিত চাঞ্চল্যকর বিভিন্ন হত্যাকান্ডে জড়িত আসামী গ্রেফতার।
**প্রবাসী আলামিন হত্যাকান্ড সূত্র:গোয়ালন্দ ঘাট থানার, এফআইআর নং-৩৯, তারিখ- ২৬ এপ্রিল, ২০২৫; ধারা- 385/387/302/201/ 323/324/325/ 326/114/34/143, পেনাল কোড, 1860
গত ইং ২৫/০৪/২০২৫ তারিখ বেলা অনুমান ০১:৩০ ঘটিকার সময় গোয়ালন্দঘাট থানাধীন রাখালগাছি সাকিনস্থ ট্রলার ঘাটে (সিএন্ডবি রাস্তার মাথায়) অজ্ঞাতনামা ৫/৬ জন আসামীগনের পূর্ব পরিকল্পনা অনুযায়ী ভিকটিম আল আমিনকে মারপিট করতে করতে নদীর কিনারে নিয়ে এবং তার বাম চোখের নিচে গুরুতর জখম করে ও ঘাড় মটকাইয়া নদীর মধ্যে ফেলে দেয়। পরবর্তীতে ইং ২৬/০৪/২০২৫ তারিখ সকাল অনুমান ০৭:০০ ঘটিকায় আল আমিন এর লাশ নদীতে পাওয়া যায়। জানা যায় আসামীরা মৃত আল আমিনের নিকট ৩০০০ (তিন হাজার) টাকা চাঁদা দাবি করে। উক্ত চাঁদার টাকা না পেয়ে আসামীরা পরিকল্পনা মোতাবেক এই হত্যাকান্ড সংঘটিত করে। এই ঘটনায় গোয়ালন্দ ঘাট থানার, এফআইআর নং-৩৯, তারিখ- ২৬ এপ্রিল, ২০২৫; ধারা- 385/387/302/201/ 323/324/325/326/114/34/143, পেনাল কোড, 1860; রুজু হয়।
রাজবাড়ী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোছাঃ শামিমা পারভীন এঁর সার্বিক দিক নির্দেশনা ও তত্ত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব শরীফ আল রাজীব, পিপিএম-সেবা এঁর তদারকি ও অভিযান পরিকল্পনায় গোয়ালন্দ ঘাট থানা পুলিশ নিবিড়ভাবে উক্ত মামলার তদন্ত কার্যক্রম চলমান রাখে। এরই ধারাবাহিকতায় বিগত ইং ০৪/০৫/২০২৫ তারিখে গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ, মোহাম্মদ রাকিবুল ইসলাম এর নেতৃত্বাধীন একটি চৌকস টিম রাতভর অভিযান পরিচালনা করে মামলার ঘটনার সহিত জড়িত তদন্তে প্রাপ্ত আসামী ১। রুবেল মন্ডল (২০), পিতা-মৃত একরাম মন্ডল ২। মোঃ শাকিল সরদার (২৪), পিতা-টিক্কা সরদার, উভয় গ্রাম-গোবিন্দপুর, থানা-আমিনপুর, জেলা-পাবনাদ্বয়কে পাবনা জেলার সুজানগর ও আমিনপুর থানার দুর্গম চর এলাকা হতে গ্রেফতার করে। ইতোপূর্বে এই মামলার ঘটনায় ১। মেগা সরদার (৪৭), পিতা-মৃত মোন্তাজ সরদার,সাং-ধাড়াই, থানা-আমিনপুর, জেলা-পাবনা এবং ২। জুয়েল রানা (৪২), পিতা-মৃত নায়েব আলী ফকির, মাতা-জেলেখা বেগম , ঠিকানা: স্থায়ী: (সাং-চক আব্দুল শুকুর), উপজেলা/থানা- আমিনপুর, জেলা -পাবনা, ৩। ঠান্ডু(৩৫), পিতা-আলো মৃধা , ঠিকানা: স্থায়ী: (সাং-কোমরপুর) , উপজেলা/থানা- আমিনপুর, জেলা-পাবনা’দেরকে গ্রেফতার করা হয়।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com