প্রিন্ট এর তারিখঃ মে ৮, ২০২৫, ৩:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৫, ২০২৫, ৯:০৯ পি.এম
নড়াইলে দিনেদুপুরে শিক্ষিকার বাড়ীতে দুর্ধর্ষ চুরি

নড়াইলে দিনেদুপুরে স্কুল শিক্ষিকার বাড়িতে দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। লুট হয়েছে স্বর্ণালংকার, নগদ টাকা সহ মূল্যবান সামগ্রী।
জানাযায় ৪ মে নড়াইল মহিষখোলা শিশু একাডেমীর পাশে বখতিয়ার হোসেন ও তার স্কুলশিক্ষিকা স্ত্রী সকাল ৯টায় বাসা থেকে বের হয়ে যান। পরবর্তীতে কয়েক ঘন্টাপর বাসায় ফিরে দরজার তালা ভাঙ্গা ও ঘরবাড়ি এলোমেলো অবস্থায় দেখতে পান। তিনি জানান বাসার দোতলা বেয়ে নেমে কে বা কাহারা এই চুরি সংগঠিত করেছে।
চোরেরা তার বাসার আলমারীর তালা ভেঙ্গে ৪ ভরি স্বর্ণের গহনা সহ নগদ টাকা ও মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে গেছে। এবং পুরো বাড়ির সকল মালামাল তসনস অবস্থায় রয়েছে।
চুরির সংবাদ পেয়ে নড়াইল সদর থানা পুলিশের একটি মোবাইল টিম ঘটনাস্থল পরিদর্শন ও প্রতিবেশীদের সাথে কথা বলেন।
চুরির ঘটনায় নড়াইল সদর থানায় মামলা হলেও এখন পর্যন্ত কেউ গ্রেফতার বা চোরাই মালামাল উদ্ধার সম্ভব হয়নি।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com