প্রিন্ট এর তারিখঃ মে ১০, ২০২৫, ৫:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৬, ২০২৫, ১১:৫২ এ.এম
শাহাদাৎ হোসেন কলেজের নবনির্বাচিত সভাপতি প্রফেসর মোঃ আব্দুস সালামকে সংবর্ধনা

পিরোজপুরের মঠবাড়িয়াস্থ শাহাদাৎ হোসেন কলেজের নবনির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রফেসর মোঃ আব্দুস সালাম। তার এই দায়িত্ব গ্রহণ উপলক্ষে কলেজ প্রাঙ্গণে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রফেসর মোঃ আব্দুস সালাম একজন অভিজ্ঞ, সৎ ও শিক্ষানুরাগী ব্যক্তি। তার নেতৃত্বে কলেজের সার্বিক মানোন্নয়ন হবে এবং পাঠদানের পরিবেশ হবে আরও উন্নত ও আধুনিক। শিক্ষার্থীদের জন্য সুষ্ঠু ও মনোরম শিক্ষার পরিবেশ নিশ্চিত করাই হবে তার প্রধান লক্ষ্য।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
শামীম মিয়া মৃধা, ভারপ্রাপ্ত আহ্বায়ক, মঠবাড়িয়া উপজেলা বিএনপি
রুহুল আমিন দুলাল, সাবেক সভাপতি, উপজেলা বিএনপি মঠবাড়িয়া
কে এম হুমায়ুন কবির, আহ্বায়ক, মঠবাড়িয়া পৌর বিএনপি
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলেজের শিক্ষকবৃন্দ, অভিভাবক, ছাত্রছাত্রী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রফেসর মোঃ আব্দুস সালাম সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, “আমি চেষ্টা করব শাহাদাৎ হোসেন কলেজকে একটি আদর্শ বিদ্যাপিঠ হিসেবে গড়ে তুলতে।”
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com