প্রিন্ট এর তারিখঃ মে ৮, ২০২৫, ১০:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৬, ২০২৫, ৮:৪৪ পি.এম
সৌদি পাঠানোর নামে ৬ লাখ টাকা ও পাসপোর্ট নিয়ে প্রতারণা, থানায় অভিযোগ

নারায়ণগঞ্জের বন্দরে সৌদি আরবে পাঠানোর প্রলোভন দেখিয়ে দুই যুবকের কাছ থেকে পাসপোর্টসহ ৬ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে মেহেদী হালিম নামে এক প্রবাসীর বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল (মঙ্গলবার) বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মো. রুবেল।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কলাবাগ এলাকার মৃত আব্দুল মতিনের ছেলে মেহেদী হালিম দীর্ঘদিন সৌদি আরবে কর্মরত ছিলেন এবং কয়েক মাস আগে দেশে ফেরেন। দেশে ফেরার পর তিনি নিজেকে দু’টি সৌদি ভিসার মালিক দাবি করে স্থানীয় রুবেলসহ দুই যুবকের কাছ থেকে পাসপোর্ট ও ছয় লাখ টাকা নেন। পরে মেডিকেল করানোর কথা বলে আরও ৫০ হাজার টাকা নিয়ে ঢাকার ক্রাউন মেডিকেল সেন্টারে পরীক্ষাও করান।
কিন্তু ভিসা দেওয়ার বিষয়ে সময়ক্ষেপণ শুরু করেন মেহেদী হালিম। একপর্যায়ে টাকা ও পাসপোর্ট ফেরত চাইলে তিনি দুই যুবক ও তাদের পরিবারের সদস্যদের মারধর করেন বলে অভিযোগ রয়েছে। এমনকি হত্যার হুমকিও দেন তিনি।
ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গেলে অভিযুক্ত মেহেদী হালিমের মেয়ে পাপিয়া জানান, তার বাবা বর্তমানে বাড়িতে নেই। বাড়ি ফিরলে যোগাযোগ করানো হবে।
এ বিষয়ে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম বলেন, "অভিযোগ পাওয়ার পরই পুলিশ পাঠানো হয়েছে। পাসপোর্ট ও টাকা উদ্ধারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com