প্রিন্ট এর তারিখঃ মে ৮, ২০২৫, ১০:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৭, ২০২৫, ৫:৩১ এ.এম
মাগুরার শ্রীপুরের জি.কে আইডিয়াল ডিগ্রী কলেজের নব-গঠিত পরিচালনা পর্ষদের পরিচিতি অনুষ্ঠান

সোমবার সকালে মাগুরার শ্রীপুর উপজেলার ঘাসিয়াড়া-কমলাপুর গঙ্গা-কপোতাক্ষ আইডিয়াল ডিগ্রী কলেজের নবগঠিত পরিচালনা পর্ষদের পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গঙ্গা-কপোতাক্ষ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহানা ফেরদৌস হ্যাপির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের নবনিযুক্ত সভাপতি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ আলী খান জিন্নাহ। পরিচিতি সভায় কলেজ শিক্ষক সমিতি সাধারণ সম্পাদক এস,এম নায়েব আলী ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর মুসাফির নজরুলের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান আয়োজক কমিটির আহবায়ক সহকারী অধ্যাপক মোঃ সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপির সাবেক সভাপতি বদরুল আলম হিরো, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম জোয়াদ্দার, নাকোল সম্মিলনী ডিগ্রী কলেজের অধ্যক্ষ খান ফজলুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির ফখরুদ্দিন বিশ্বাস মিজান, ৬ নং কাদিরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সাংবাদিক আইয়ুব হোসেন খান , অভিভাবক সদস্য কাদিরপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ আবু জাফর, সাবেক সাধারণ সম্পাদক ও ঘাসিয়াড়া সম্মিলিত পঞ্চগ্রাম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মো. মফিজুল হক বাবলা, নাকোল রাইচরন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আব্দুল মান্নান প্রমুখ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোল্লা মিজানুর রহমান, বিদ্যোৎসাহী সদস্য মুহাম্মদ জাহিদ হোসেন খান, মোঃ মহিবুর রহমান, কামরুল হাসান, রবিউল হাসান, অভিভাবক সদস্য মোঃ মোস্তাক আহমেদ খান, মোঃ মোশারফ হোসেন, শিক্ষক প্রতিনিধি বিশ্বনাথ সরকার, মোছাঃ আইরিন নাহার, কাদিরপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক রাজিউল হাসান রাজন প্রমুখ। এসময় কলেজের সকল শিক্ষক, অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বক্তারা কলেজের শিক্ষার মান উন্নয়ন ছাড়াও বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণসহ কলেজটিকে একটি বিশেষ অবস্থানে আনার বিষয়েও উদ্যোগ গ্রহন করেন ।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com