মোঃ আনোয়ার হোসাইন।
জামালপুরের সরিষাবাড়ী রেলওয়ে প্লাটফরমে পড়ে থাকা এক অসুস্থ বৃদ্ধ ভিক্ষুককে উদ্ধার করে চিকিৎসার দায়িত্ব নিয়ে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন সমাজসেবক ও মানবিক নেতা শামীম তালুকদার । তিনি জামালপুর জেলা বিএনপি’র সভাপতি , সাবেক ভিপি ও পৌর মেয়র ফরিদুল কবীর তালুকদার শামীম। তার এ মহতী উদ্যোগে সাড়া পড়েছে সর্বত্র।
বুধবার (৭ মে) সরেজমিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের গিয়ে এমন তথ্য জানা গেছে। অসুস্থ হেলাল উদ্দিন উপজেলার পিংনা ইউনিয়নের মেইয়া এলাকার মৃত কোরবান আলীর ছেলে। তিনি দীর্ঘ ২০/২৫ বৎসর যাবৎ পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে ভবঘুরে ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করে আসছিলেন। বর্তমানে তিনি সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
স্থানীয় ও হাসপাতাল এবং নেতা সুত্রে জানা যায়,সরিষাবাড়ী রেলওয়ে প্লাটফরমের এক পার্শ্বে বেশ কিছুদিন ধরে অসুস্থতায় কাতরাচ্ছিলেন হেলাল উদ্দিন (৬৭) নামে এক বৃদ্ধ ভিক্ষুক। বৃদ্ধ ভিক্ষুক হেলাল উদ্দিন ভবঘুরে চলমান জীবনে তার শরীরের বিভিন্ন স্থানে চর্মরোগে আক্রান্ত হয়ে সরিষাবাড়ী রেলওয়ে স্টেশনে শুয়ে কাতরানো অবস্থায় দেখতে পান স্খানীয় ও পথচারীরা। তার হাত-পায়ে চর্মরোগে ক্ষতের সৃষ্টি হয়ে শরীরের বিভিন্ন স্থানে পচন ধরে পোকা বিরবির করছে। অর্থের অভাবে চিকিৎসা বঞ্চিত ওই বৃদ্ধ গত এক সপ্তাহ পূর্বে অনাহারে ও চিকিৎসা অভাবে চলাচলের অক্ষমতা ও রোগভোগে তার অবস্থা আশঙ্কাজনক ছিল।ফলে মানবেতর জীবনযাপন করা ওই বৃদ্ধের স্বজনদের সন্ধানের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোষ্ট করলে ভাইরাল হয়। এ বিষয়টি ফেসবুকে নেতার নজরে আসে এবং স্থানীয় এক নারী জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম কে অবগত করেন। পরে তিনি ব্যক্তিগত উদ্যোগ নিয়ে পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক সোহেল রানা, সদস্য সচিব রুবেল মিয়া, ছাত্রদল নেতা এবিএস সম্পদ কে সেখান থেকে বৃদ্ধকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করান এবং সুস্থ না হওয়া পর্যন্ত তার ব্যাক্তিগত অর্থে প্রয়োজনীয় চিকিৎসা, ওষুধপত্র ও খাওয়া-দাওয়ার ব্যবস্থা করার আশ্বাষ দেন। এ ছাড়াও দেখভাল করার জন্য হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ও ওই নেতাদের প্রতিও নির্দেশ প্রদান করেন তিনি।
স্থানীয় সচেতন বাসিন্দারা বলেন, শামিম তালুকদার শুধু রাজনৈতিক নেতা নন, একজন সত্যিকারের মানবিক মানুষ। তার এ ধরনের উদ্যোগ সমাজের জন্য অনুকরণীয় উদাহরণ।
সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রশংসার ঝড় উঠেছে। অনেকেই মন্তব্য করেছেন,“এমন নেতাই আমাদের দরকার যিনি বিপদে মানুষের পাশে থাকেন চুপিচুপি, প্রচারের জন্য নয়, ভালবাসার জন্য।”
এ বিষয়ে জামালপুর জেলা বিএনপি’র সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামিম বলেন,“মানুষের পাশে দাঁড়ানোই আমার নৈতিক দায়িত্ব। মানব সেবার মাঝেই প্রকৃত তৃপ্তি।”
জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী মেডিকেল অফিসার সনজিৎ কুমার সাহা রনি বলেন, এক অসুস্থ বৃদ্ধ ব্যক্তির হাত-পা ও শরীরের বিভিন্ন স্থানে ক্ষত সৃষ্টি হয়েছে। শামীম তালুকদার এর ব্যাক্তিগত অর্থায়নের পাশাপশি সরকারী ভাবে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, তাকে আরোও উন্নত চিকিৎসা করানো প্রয়োজন বলে মনে করেন তিনি।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com