প্রিন্ট এর তারিখঃ মে ৯, ২০২৫, ২:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৮, ২০২৫, ৭:৩৭ এ.এম
আবু সাঈদ হত্যা মামলার আসামী রাফিউল রাসেল বিস্ফোরক মামলায় গ্রেফতার

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে (বেরোবি) সহকারী রেজিস্ট্রার ও প্রক্টর অফিসের কর্মকর্তা রাফিউল ইসলাম রাসেলকে বিস্ফোরক দ্রব্যাদি আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৮ মে) মধ্যরাতে রংপুর নগরীর শাপলা এলাকার গোণেশপুর থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোসাদ্দেকুল ইসলাম।
২০২৪ সালের ১৬ জুলাই ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর সময় রংপুর শহর থেকে ছাত্রদের মিছিল বের হলে বিশ্ববিদ্যালয়ের সামনে তা পৌঁছালে পুলিশ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা আন্দোলনকারীদের ওপর আক্রমণ চালায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিও ফুটেজে দেখা যায়, রাফিউল ইসলাম রাসেল আন্দোলনরত ছাত্রদের লক্ষ্য করে পুলিশ ও অস্ত্রধারী ছাত্রলীগ কর্মীদের গুলি চালাতে উৎসাহ দেন। এই ঘটনার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিস্ফোরক দ্রব্যাদি আইন, ১৯০৮ এর ৩ক ধারায় মামলা দায়ের করেন। সেই মামলায় রাসেলের নাম উল্লেখ থাকায় তাকে গ্রেপ্তার করা হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হারুন অর রশীদ জানান, "তদন্ত কমিটির প্রতিবেদনে অভিযুক্ত হিসেবে নাম আসায় তাকে সাসপেন্ড করা হয়েছে। এছাড়াও, আলোচিত আবু সাঈদ হত্যা মামলায়ও রাসেলের নাম রয়েছে।"
প্রসঙ্গত, গত ৭ মে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ছাত্রলীগ সভাপতি পোমেল বড়ুয়াসহ ৭১ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়। মামলায় অজ্ঞাতনামা আরও ৮০ থেকে ১০০ জনকে অভিযুক্ত করা হয়েছে। ইতোমধ্যে সহকারী রেজিস্ট্রার মোক্তারুল ইসলামকেও ওই মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com