প্রিন্ট এর তারিখঃ মে ৯, ২০২৫, ২:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৮, ২০২৫, ১১:২৬ এ.এম
সদরপুরে ইজি বাইক উদ্ধারসহ ছিনতাইকারি চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার

ফরিদপুরের সদরপুর উপজেলা কৃষ্ণপুর ইউনিয়নে থেকে ছিনাতাই হওয়া অটো বাইক উদ্ধারসহ ছিনতাইকারি চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে সদরপুর থানা পুলিশ। গতকাল গভীর রাতে অভিযান চালিয়ে গোপালগঞ্জের মোকসেদপুর থেকে তারেকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের দেওয়া তথ্যেও ভিত্তিত্বে ছিনাতাই হওয়া অটোবাইক উদ্ধার করা হয়। আজ দুপুরে তারেদকে কোর্ট হাজতে প্রেরন করা হয়।
ঘটনার সতত্য নিশ্চিত করে সদরপুর থানা অফিসার ইনচার্জ নাজমুল হাসান বলেন, গত শনিবার উপজেলার কৃষ্ণপুর ইউনিয় থেকে একটি ২টি অটোবাইক ছিনতাই হলে অটো চালক অভিযোগ করলে অভিযোগের ভিতিত্বে অভিযান চালিয়ে ছিনাতাই হওয়া অটো বাইক উদ্ধারসহ ছিনতাইকারি চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করি। গ্রেপ্তারকৃতরা হলেন মুকসুদপুর উপজেলার দিগ নগর গ্রামের ইসরাফিল মীর(৩০), মৃত কাউসার শেখের পুত্র রাজু শেখ, শরদী গ্রামের আবুল খায়ের খানের পুত্র নাম খান(২৩), জোবায়রা গ্রামের নুরুল হক শেখের পুত্র আসাদুল শেখ(৩০)।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com