প্রিন্ট এর তারিখঃ মে ৯, ২০২৫, ১:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৮, ২০২৫, ১১:৪২ এ.এম
বাগেরহাটে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে মানববন্ধন

বাগেরহাট পৌর পার্কে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮এপ্রিল) সকালে বাগেরহাট প্রেস ক্লাবের সামনে ঘন্ঠাব্যাপী এই মানববন্ধনের আয়োজন করে জেলার সম্মিলিত ব্যবসায়ী সমিতি। মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক শেখ মইনুল ইসলাম মোস্তফা।
এ সময় আরও বক্তব্য রাখেন সদস্য সচিব মোঃ নজরুল ইসলাম রুনু, বাগেরহাট সোসাইটির সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, সদস্য কাজী লিটন, আসলাম মোল্লা, খান নজরুল ইসলাম, জগলুল হায়দার জাকির, আশোক, আতিয়ার রহমান, শেখ মাহিনুর রহমান, মো. ফারুক হোসেন, মোঃ জাকির হোসেন, শামীম বেগ, ণিলয় ভদ্র, ফয়সাল আহমেদ ও মনিরুল ইসলাম প্রমুখ ।
মানববন্ধনে স্থানীয় ব্যবসায়ীরা জানান , এই মেলার কারণে তাদের নিয়মিত ব্যবসায় ব্যাপক ক্ষতি হবে। মেলায় ভ্রাম্যমাণ বিক্রেতাদের আগমন ও সস্তা দামে পণ্য বিক্রির ফলে স্থায়ী দোকানগুলোর বিক্রয় হ্রাস পাবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন। ব্যবসায়ী সমিতির নেতারা আরো জানান, "প্রতি বছর এই মেলার কারণে আমাদের ব্যবসায়ীরা কোটি কোটি টাকা ক্ষতির মুখে পড়েন। কর্তৃপক্ষের উচিত স্থানীয় ব্যবসায়ীদের স্বার্থ বিবেচনা করে মেলা বন্ধ করা।"
বক্তারা আরও বলেন, বগুড়ার একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান "মনটু ইভেন্ট ম্যানেজমেন্ট" এই বাণিজ্য মেলার আয়োজন করেছে। বর্তমানে দেশে বিভিন্ন পাবলিক পরীক্ষা চলমান থাকায় এমন আয়োজন শিক্ষার পরিবেশের জন্য হুমকিস্বরূপ। এছাড়া শহরের একমাত্র বিনোদন কেন্দ্র বাগেরহাট পৌর পার্ক যেখানে মেলা বসলে পরিবেশ ও শব্দ দূষণ বৃদ্ধি পাবে, তৈরি হবে জুয়ার আসর, যা তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেবে। বক্তারা অবিলম্বে এই বাণিজ্য মেলা বন্ধের দাবি জানান এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুলিশ সুপার ও জেলা প্রশাসকের কাছে মেলা বন্ধের দাবি জানিয়েস্মারকলি প্রদান করেন।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com